কলেজ পাস করলেই এবার করা যাবে PhD ! বড়সড় নিয়ম বদলের পথে UGC
PhD-তে ভর্তি নিয়ে বড়সড় নিয়ম বদলের পথে UGC। PhD-তে ভর্তি নিয়ে বড়সড় পরিবর্তনের পথে হাটলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। নতুন রেগুলেশন অনুসারে চার বছরের স্নাতক হলেই করা যাবে গবেষণা। এমনই নিয়ম চালু করতে চাইছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC।
গত ১০ মার্চ, কমিশনের বৈঠকে UGC-র এই নতুন রেগুলেশন অনুমোদিত হয়। নতুন রেগুলেশন অনুসারে স্নাতক পর্যায়ে চার বছরের কোর্স চালু করতে চলেছে মঞ্জুরি কমিশন। যে সকল পড়ুয়ারা ন্যূনতম ৭.৫ CGPA নম্বর পেয়ে স্নাতক হবেন, তাঁরা সরাসরি PhD প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
UGC সম্প্রতি Ph. D. ডিগ্রীর জন্য নতুন নিয়ম চালু করার জন্য একটা 18 পাতার খসড়া বা ড্রাফ্ট পলিসি প্রকাশ করেছে । এখানে বেশ কিছু প্রস্তাব রেখেছে UGC ।
খসড়া প্রস্তাবে যেমন M.Phil ডিগ্রীকে তুলে দেবার কথা বলা হয়েছে , অন্যদিকে তেমনি এই প্রথমবারের জন্য 4 বছরের ব্যাচেলর্স ডিগ্রীধারীদের জন্যেও ( কমপক্ষে 7.5 CGPA থাকতে হবে সেখানে ) Ph.D. ডিগ্রীর রাস্তা খুলে দেবার প্রস্তাব এখানে করা হয়েছে ( clause : 2.1.3 দ্রষ্টব্য )। এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা UGC র পক্ষ থেকে । এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এখানে প্রস্তাব রাখা হয়েছে ।
এর ফলে এই খসড়া প্রস্তাবটি আইনে রূপান্তরিত হলে 2016 এবং 2018 সালের Ph.D. ডিগ্রীর জন্য জারি হওয়া নির্দেশিকাগুলি তখন বাতিল হয়ে যাবে ।
উল্লেখ্য, ২০২০ সালের ঘোষিত নয়া শিক্ষানীতি অনুযায়ী, এবার থেকে আর MPhil ডিগ্রি প্রদান করা হবে না পড়ুয়াদের। এর পাশাপাশি, চার বছরের স্নাতক স্তরের ডিগ্রি চালু করার কথাও ঘোষণা করা হয়েছে নতুন শিক্ষানীতিতে।
জাতীয় শিক্ষা নীতির অধীনে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি এখন একাধিক প্রস্থান এবং প্রবেশের বিকল্প সহ চার বছরের স্নাতক ডিগ্রি প্রদান করবে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এই বছর থেকেই এই নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। চার বছরের ডিগ্রি প্রোগ্রাম শেষ করার পরে শিক্ষার্থীরা একটি গবেষণাসহ স্নাতক ডিগ্রি পাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊