Old Coin Sale: আপনার কাছে পুরানো কয়েন আছে! তাহলে অবশ্যই জেনে নিন
মাঝে মধ্যে হয়তো শুনে অবাক হন ১ পয়াসার কয়েন (old coin) বা ৫ পয়সার কয়েন বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। অবিশ্বাস্য হলেও সত্য। পুরানো কয়েন বিক্রির এবং কেনার (old coin sale) একটা ভালো বাজার রয়েছে। কলকাতা শহরে অন্যতম বড় একটা ব্যবসা এই কয়েন কেনা বেচা (old coin) ।
আপনার কাছে কি পুরানো কয়েন (old coin) আছে? হয়তো অযত্নে আপনার কাছে থাকা সেই কয়েন আজ নষ্ট হতে চলেছে। অথচ একটু চোখ কান খোলা রাখলে সেই অযত্নে পরে থাকা পুরানো কয়েন আপনাকে মালামাল করে দিতে পারে।
যদি আপনার কাছে পুরানো কয়েন (old coin) থাকে তবে তারাহুড়ো নয়, আগে কীভাবে যত্ন করতে হয় পুরানো কয়েনের তা জেনে নিন। তারপর কীভাবে বিক্রি করবেন তাও জানানো হবে।
পুরনো মুদ্রার ক্ষেত্রে অধিকাংশ সময়ে তিনটি ধাতুর ব্যবহার করা হয়- সোনা (Gold coin), রুপো ( Silver coin) ও তামা ( Copper coin)। এই তিন ধাতুর মধ্যে একমাত্র সোনার সহজে আবহবিকার হয় না। কিন্তু, রুপো কিংবা তামার ক্ষেত্রে এই আবহবিকার বেশি লক্ষ্য করা যায়। ফলত মুদ্রা পরিষ্কার করার ক্ষেত্রে সবথেকে ভালো বিকল্প হল জল।
প্রথমে পরিষ্কার জল দিয়ে পুরানো মূদ্রা গুলোকে (old coin) ভালো করে ধুয়ে ফেলতে হবে। ভুলেও সাবান বা ডিটারজেন্ট পাওডার ব্যবহার করবেন না। শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে ধুয়ে গেঞ্জি কাপর দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। এই প্রক্রিয়া মাঝে মধ্যেই করতে হবে। এতে আপনার কাছে থাকা কয়েনগুলো (old coin) পরিষ্কার থাকবে। এবার পরিষ্কার করা মূদ্রা কয়েন হোল্ডারে রেখে দিন।
মনে রাখবেন মুদ্রার দাম নির্ভর করে মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব, প্রাচীনত্ব, ধাতু ও বর্তমানে সেই মুদ্রা কী পরিমাণে পাওয়া যায় তার উপরে। তাই আপনার কাছে থাকা মুদ্রার বা কয়েনের (old coin) গুরুত্বকে আগে জেনে নিন। আর তা জানার জন্য যদি বিশেষজ্ঞ না থাকে তবে নিজেই মুদ্রা নিয়ে কিছুটা পড়াশুনা করে নিতে পারেন। এক্ষেত্রে গুগলের স্মরণাপন্ন হওয়া যেতে পারে। গুগল ইমেজ সার্চের মাধ্যমে আপনার মুদ্রার ছবি (old coin) দিয়ে সার্চ করে দেখে নিতে পারেন আপনার মুদ্রা কতটা প্রাচীন, কবে তৈরি আর কতটা গুরুত্ব রয়েছে সেই মুদ্রার।
এবার কয়েন (old coin sale) বিক্রির পালা। এক্ষেত্রে একাধিক সাইট রয়েছে যেখানে আপনি খোঁজ নিতে পারেন । তবে অবশ্যই নিজের দায়িত্বে। সঙ্গাব্দ একলব্য আপনার কয়েন বিক্রির বিষয়ে কোন নিশ্চয়তা প্রদান করে না। কোথায় কয়েন বিক্রি হয় তার ঠিকানা জানতে ক্লিক করুন- পুরানো কয়েন বিক্রি ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊