Higher Secondary Education Suggestions 2022, উচ্চমাধ্যমিক এডুকেশন সাজেশন ২০২২
Part-A (Marks:40)
প্রতিটি প্রশ্নের মান- ৪
১। সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো ।
২। সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌছানোর যেকোন চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো ।
৩। সর্বশিক্ষা অভিযানের যে কোন চারটি মূল উদ্দেশ্য লেখো।
৪। সর্বশিক্ষা মিশন কী? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহিত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো।
৫। বয়স্ক শিক্ষা বলতে কী বোঝ? বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো।
৬। 'একত্রে বসবাসের জন্য শিক্ষা'- কীভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব?
৭। 'মানুষ হয়ে ওঠার শিক্ষা'-র উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
৮। 'কর্মের জন্য শিক্ষা'-র উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
৯। শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো।
১০। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো।
১১। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো।
১২। পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো।
১৩। মনোযোগ বলতে কী বোঝ? শিক্ষাক্ষেত্রে মনযোগের ভূমিকার মূল্যায়ন করো।
১৪। গেস্টাল্ট তত্ত্বটি আলোচনা করো।
১৫। থর্নডাইকের শিক্ষনের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে যে কোন দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো।
প্রতিটি প্রশ্নের মান - ৮
১। স্বাধীনভারতে প্রথম শিক্ষা কমিশন কোন্টি ? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো।
২। বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশ গুলি আলোচনা কর। 8
৩। বৃত্তিমুখী ও কারিগরী শিক্ষা বলতে কি বোঝ? এই শিক্ষার সমস্যা ও তার সমাধানের উপায় উল্লেখ করো। 4+4
৪। সুযোগের সমতা বিধান বলতে কী বোঝ? তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য সংবিধানে যে সমস্ত সুযোগ সুবিধার বাধা উল্লেখ আছে তা আলোচনা কর। 2+6
৫। প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। 4+4
Part-b
কিছু নমুনা প্রশ্ন-
PART-B(Marks:40)
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1x24=24
১. প্রাচীন অনুবর্তের প্রবক্তা হলেন-
ক. প্যাভলভ খ. থর্নডাইক গ. স্কিনার ঘ. ওয়াটসন
২. প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলটির প্রবর্তক হলেন-
ক. থর্নডাইক খ. স্কিনার গ. ওয়াটসন ঘ. প্যাভলভ
৩. POA কথার অর্থ হলো-
ক. Programme of Action খ. Programme of Act গ. Progress of Action ঘ. Progress of Act.
৪. যার্স্টোন-এর বহু উপাদান তত্ত্বের ‘S’ উপাদানটি কি?
ক. বিশেষ মানসিক ক্ষমতা খ. সাধারন মানসিক ক্ষমতা গ. স্থান প্রত্যক্ষের ক্ষমতা ঘ. অঙ্কের দক্ষতা
৫. ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারী শক্তির কথা বলা হয়েছে?
ক. 15 নং 16(ক) ধায়ায় খ. 15 নং এবং 12 নং ধারায় গ. 15 নং এবং 16(গ) ধায়ায় ঘ. 14 নং এবং 16 নং ধারায়
৬. শক্তি প্রযুক্তি বিদ্যা হল টি M এর সমন্বিত রূপ-
ক. 4 টি খ. 5 টি গ. 6 টি ঘ. 7টি
৭. শিখন আমাদের পরিবর্তন করে।
ক. ব্যক্তিত্ব খ. আচরন গ. বুদ্ধি ঘ. মনোভাব
৮. সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোর বিয়োগ করলে পাওয়া যায়-
ক. পরিসংখ্যা খ. বিস্তৃতি গ. ট্যালি ঘ. স্কোরগুচ্ছ
৯. জ্যাক্ ডেলারের নেতৃত্বে শিক্ষা কমিশন গঠিত হয় সালে
ক. 1990 খ. 1993 গ. 1996 ঘ. 1995
১০. স্পর্শ পদ্ধতির প্রবর্তক হলেন-
ক. ডিউই খ. থর্নডাইক গ. ডেলর ঘ. কোটি অ্যালকর্ন ও সফিয়া অ্যালকর্ন
১১. ‘Gestalt’ কথার অর্থ হলো-
ক. অবয়ব খ. বিষয় গ. পাঠ্যক্রম ঘ. বুদ্ধি
১২. সপ্ত প্রবাহের অবতারনা করেন-
ক. হান্টার কমিশন খ. স্যাতলার কমিশন গ. ক্ষুদালিয়র কমিশন ঘ. কোঠারী কমিশন
১৩. ইন্টারনেট এক্সপ্লোরার হলো-
ক. হার্ডওয়্যার খ. মনিটর গ. সফটওয়্যার ঘ. মোডেম
১৪. ‘Talking Book’ কাদের শিক্ষার জন্য ব্যবহৃত হয়?
ক. বধিরদের জন্য খ. দৃষ্টিহীনদের জন্য গ. বুদ্ধিমানদের জন্য ঘ. বেকারদের জন্য
১৫. ‘S-R Bond’ গঠন করেন-
ক. গিলফোর্ড খ. থর্নডাইক গ. গিলবার্ড ঘ. বন্দুরা
১৬. ‘Mentality of Apes’ গ্রন্থটি প্রকাশিত হয়-
ক. 1920 খ. 1910 গ. 1925 ঘ. 1940
১৭. রাসমৃর্তি কমিটি নিয়োজিত হয়-
ক. 1989 খ. 1991 গ. 1990 ঘ. 1986
১৮. ‘∑’ চিহ্নটি দ্বারা রাশিমালার বোঝানো হয়।
ক. বিয়োগফল খ. যোগফল গ. ভাগফল ঘ. গুনফল
১৯. শিক্ষায় ‘3R’ বলতে বোঝায় Reading, Writing এবং কে
ক. Arithmetic খ. Geometry গ. Talking ঘ. Hearing
২০. কোঠারী কমিশনের অপর নাম-
ক. হান্টার কমিশন খ. সুদলিয়র কমিশন গ. ভারতীয় শিক্ষা কমিশন ঘ. স্যাডলার কমিশন
২১. ব্রেইল লেখা হয় টি বিন্দুর সাহায্যে
ক. 5টি খ. 7টি গ. 8টি ঘ. 6টি
২২. ভূমিষ্টকের সূত্র হল-
ক. 3 Median+ 2Mean খ. 3 Median- 2Mean গ. 2 Median- 3Mean ঘ. 2 Median+ 3Mean
২৩. 1 বাইট= কত বিট?
ক. 4 খ. 6 গ. 10 ঘ. 8
২৪. স্কিনার কোন্ প্রানী নিয়ে পরীক্ষা করেছিলেন?
ক. বিড়াল খ. ছাগল গ. ইঁদুর ঘ. মুরগি
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও- 1x16=16
১. নবোদয় বিদ্যালয় কি?
২. IIT- এর পুরো নাম কি?
৩. RAM বলতে কি বোঝ?
৪. গড়ের দুটি ব্যবহার লেখো।
৫. দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক কে?
৬. মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারকের নাম লেখো।
৭. মাধ্যমিক শিক্ষার দুটি সমস্যা লেখো।
৮. B-কোর্স বলতে কি বোঝ?
৯. শিখন কাকে বলে?
১০. ECCE-এর পুরো নাম কি?
১১. ‘স্টাইলাস’ কি?
১২. শিক্ষাঙ্গনে অনুন্নয়ন বলতে কি বোঝ?
১৩. শিক্ষার চারটি স্তম্ভ কি কি?
১৪. ‘কিন্ডার গার্ডেন’ কথাটির অর্থ কী?
১৫. ‘TIME CURVE’ কী?
১৬. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত পৃষ্ঠার রিপোর্ট পেশ করেছিল ?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊