অনুভব- শো রুম নিয়ে আসতে চলেছে টাটা মোটরস!
টাটা মোটরস গ্রাহকদের বড় খবর দিল। দেশের গ্রামীণ এলাকায় যাঁরা থাকেন; তাঁদের জন্য দেশের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্তুতকারী সংস্থা এবার নিজেদের "অনুভব" শো রুম নিয়ে আসতে চলেছে। দেশের গ্রামীণ অঞ্চলে থাকা নাগরিকেরা যাতে খুব সহজেই গাড় কিনতে পারেন-- ঠিক সেই কারণেই টাটাদের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। অতিমারির পর দেশের গাড়ি ব্যবসা ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে। অতিমারির জন্য সামাজিক দূরত্ববিধির কারণেই হোক অথবা অন্য যে কোনও কারণে, নাগরিকেরা অনেকেই গণ-পরিবহন এড়িয়ে চলতে চাইছেন।
তাই গাড়ি কেনার চাহিদায় বদল দেখা দিয়েছে। নতুন করে গাড়ি কিনতে চাইছেন অনেকেই। গাড়ি কোম্পানিগুলোরও তাই লাভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
এমতাবস্থায়, দেশের গ্রামীণ অথবা প্রত্যন্ত এলাকায় যাঁরা থাকেন, তাঁদেরকে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়ে থাকে৷ গাড়ি কিনতে চেয়েও অনেকেই পারেন না স্রেফ দূরত্বের জন্য। গাড়ি কেনার জন্য তাঁদের অনেকটা দূরে যেতে হয়ে থাকে। এবারে এই সমস্যা কিছুটা হলেও মিটতে পারে বলেই জানিয়েছে টাটা গোষ্ঠী।
ভারতের বাজারে এই কোম্পানির তরফ থেকে নিয়ে আসা অনুভব শো-রুমে খুব সহজভাবেই এবার থেকে গাড়ি কিনতে পারবেন নাগরিকেরা এমনটাই মনে করা হচ্ছে। টাটাদের এই উদ্যোগের পিছনে রয়েছে জবরদস্ত মার্কেটিং স্ট্র্যাটেজি। গ্রামীণ এলাকায় নিজেদের শো রুম খোলার পিছনে রয়েছে তহশিল এবং তালুকাগুলিতে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊