দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে শুরু হলো সপ্তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন



আজ দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবে শুরু হলো সপ্তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। আজকের এই সম্মেলনের উদ্বোধন করেন আনন্দ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক 'উপেন্দ্রকিশোর রায়চৌধুরী' পুরস্কার প্রাপক শ্রী রতনতনু ঘাটী, বিশিষ্ট নাট্যকার রতন চন্দ্র ঘোষ, বিশিষ্ট কবি এবং যোধপুর আইআইটি'র নিবন্ধক শ্রী প্রাণজী বসাক, এবছরের যুব সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপক কবি শ্রী গৌরব চক্রবর্তী এছাড়াও উপস্থিত আছেন আজকের সম্মেলনের সভাপতি বঙ্গরত্ন ড. আনন্দ গোপাল ঘোষ ।

 

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

আজ এবং আগামীকাল দুদিনের এই সম্মেলন বয়েজ রিক্রিয়েশন ক্লাবের নিজস্ব অডিটরিয়ামে চলবে। এই সম্মেলনের মধ্য দিয়ে অঙ্গীকার সাহিত্য পুরস্কার (অর্থমূল্য কুড়ি হাজার টাকা) তুলে দেওয়া হয় পুরুলিয়া সিধো কান হো বিরসা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর স্বপন কুমার মন্ডলের হাতে ।


এছাড়া বি আর সি সম্মাননা কবিতার ক্ষেত্রে পাচ্ছেন কবি শ্রী গৌতম ভাদুড়ী, পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে পাচ্ছেন উত্তর ধ্বনী পত্রিকার সম্পাদক শ্রী বীরেন চন্দ, ফিচার লেখক হিসাবে পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক শ্রীমতি অনিতা দত্ত এছাড়াও সংস্কৃতি এবং সম্পাদনের ক্ষেত্রে বিআরসি সম্মাননা পাচ্ছেন শ্রীমতি পারমিতা চক্রবর্তী। 


আজকের এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক সাহিত্যিক ও সাহিত্য অনুরাগী উপস্থিত ছিলেন।