KKR vs CSK: ধোনির হাফসেঞ্চুরি ম্লান করে চেন্নাইকে হারিয়ে ৬ উইকেটে জয় কলকাতা নাইটের
ধোনির হাফসেঞ্চুরি ম্লান করে চেন্নাইকে হারিয়ে ৬ উইকেটে জয় কলকাতা নাইটের। এদিন টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারের।প্রথম ওভারেই ধাক্কা দেন উমেশ যাদব। তাঁর বলে প্রথম স্লিপে নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রুতুরাজ গায়কোয়াড় (০)।ডেভন কনওয়েকে (৩) ফেরান উমেশ। বরুণ চক্রবর্তীর বলে রবিন উথাপ্পাকে স্টাম্প করে দিলেন শেলডন জ্যাকসন। ৮ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৫০/৩। এরপর রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন অম্বাতি রায়ডু। ৩ রান করে ফেরেন শিবম দুবে। নাইট বোলারদের দাপটের মুখে পুরোনো ফর্মে ফেরেন ধোনি। ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত রইলেন। জাডেজা ২৮ বলে অপরাজিত ২৬ রানে। ৫ উইকেটে ১৩১ রানে তোলে সিএসকে।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আইয়ার ওপেন করে। পাওয়ার প্লে তে কোন উইকেট না হারিয়ে কলকাতা তোলে ৪৩ রান। বেঙ্কটেশ আইয়ার ও নিতীশ রানাকে ফেরান ব্রাভো। অজিঙ্ক রাহানে ৩৪ বলে ৪৪ রান করলেন। নীতিশ রানা (১৭ বলে ২১ রান), শ্রেয়স (২০ বলে ২০ রানে অপরাজিত), স্যাম বিলিংস (২১ বলে ২৫ রান)। ৩ রানে অপরাজিত ছিলেন শেলডন জ্যাকসন। ১৬ রান করেন বেঙ্কটেশ আইয়ার।
চেন্নাইয়ের বিরুদ্ধে সহজ জয় কেকেআরের। ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ১৮.৩ ওভারে ১৩৩/৪ তুলে ফেলল কেকেআর। ৪ ওভারে ২০ রান খরচ করে ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন উমেশ যাদব। চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি যে দলের অপরিহার্য অংশ, তা ফের একবার বোঝা গেল শনিবার। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে চেন্নাইয়ের সর্বোচ্চ স্কোরার ধোনিই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊