Latest News

6/recent/ticker-posts

Ad Code

Jalpaiguri News : ছয়টি ট্রাকে সাতটি হাতি- আটক করলো জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা

ছয়টি ট্রাকে সাতটি হাতি- আটক করলো জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা


হাতি, ট্রাক


ছয়টি ট্রাকে সাতটি হাতি। জলপাইগুড়ি তিস্তা সেতুর কাছে ট্রাক ভর্তি হাতি আটক করলো বন দফতর। অরুনাচল প্রদেশ থেকে ট্রাক বোঝাই করে ছোট বড় মিলিয়ে সাতটি হাতি অসম হয়ে গুজরাট নিয়ে যাওয়া হচ্ছিলো। 

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তিস্তা সেতুর কাছে হাতি সহ ট্রাক আটক করেন জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা। 

ঘটনায় মাহুত এবং গাড়ির চালক সহ ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বন দফতর। পাচারের উদ্দেশ্যে হাতিগুলো কে নিয়ে যাওয়া হচ্ছিলো কিনা জানতে কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি হাতির কানে লাগানো মাইক্রো চিপ পরীক্ষা করে দেখা হবে বলে জানাগিয়েছে। 

উল্লেখ্য দিন কয়েক আগে অসম বাংলা সীমান্তের বারোবিশায় পাচারের আগে ক্যাঙ্গারু সহ একটি ট্রাক আটক করে পুলিশ। বর্তমানে আলিপুর চিরিয়াখানায় রাখা হয়েছে ক্যাঙারু টিকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code