Russia-Ukraine War: ৭দিন বাঙ্কারে কাটিয়ে, ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন ধূপগুড়ির আশিস
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন ::
অবশেষে ইউক্রেন থেকে ঘরে ফিরলো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের কাজীপাড়ার বাসিন্দা আসিস বিশ্বাস । রবিবার বিকেলে দিল্লি থেকে আশিসের বিমান এসে নামে বাগডোগরা বিমান বন্দরে। ইউক্রনের খারকিভে ২০১৯ সালে ডাক্তারি পড়তে যান আসিস। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হতেই সবকিছু ওলট পালট হয়ে যায়। এরপর আসিস সহ তার বেশ কয়েকজন বন্ধু প্রায় সাত দিন মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নেয়।এরপর তাঁরা ভারতীয় বন্ধুরা মিলে নিজেদের উদ্যোগে প্রাণ হাতে করে খারকিভ থেকে রওনা দেন।
এরপর মাঝখানের কয়েকটা দিন, রীতিমতো আতঙ্ককে সঙ্গী করে কেটেছে। কখনও বিমান বাতিল হয়েছে। কখনও টানা বাংকারে কাটাতে হয়েছে। যেখানে থেকেছেন তাঁর কাছেই বিস্ফোরণের শব্দ শুনেছেন। কোনও রকমে বাসে করে ও ১৫ কিলোমিটার হেঁটে ইউক্রেন সীমান্তে পৌঁছোন তাঁরা। এরপর পোল্যান্ডে পৌঁছে সেখান থেকে দূতাবাসের কর্মীদের সাহায্যে দিল্লির বিমান ধরার সুযোগ পান।
আশিস বিশ্বাসকে তার বাড়িতে সংবর্ধনা জানাতে উপস্থিত হন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা মমতা বৈদ্য সরকার বৈদ্য, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ অনেকে।
আশিষকে স্বাগত জানাতে তার বাড়িতে ভিড় স্থানীয় ও পাশ্ববর্তী এলাকার বাসিন্দারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊