উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত রুটিন- HS REVISED ROUTINE 2022
গত বছর করোনার জেরে বাতিল হয়ে যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর বিকল্প পদ্ধতিতে হয় মূল্যায়ন। হয় ফল প্রকাশ । এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। ইতিমধ্যে, এবছর ও সারা বছর স্কুল বন্ধ থাকায় সিলেবাস কমিয়ে দিয়েছে বোর্ড।
২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হওয়ার কথা এবং ২০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও সম্প্রতি JEE Main 2022 পরীক্ষার সূচি প্রকাশ করেছে NTA আর তারপর সূচি পরিবর্তনের কথা জানা যায়। কেন্দ্রের তরফে JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত হবে বলে ঘোষণা করা হয়েছে। (HS REVISED ROUTINE 2022 )
এরপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচী নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বিভিন্ন জেলার জেলাশাসক- পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে পরীক্ষা সূচি পরিবর্তনের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। (HS EXAM 2022)
আজ সংসদ প্রকাশ করলো নতুন পরিবর্তিত রুটিন। নতুন রুটিন অনুসারে ১৩ এপ্রিলের নির্ধারিত পরীক্ষা ১৮ এপ্রিল হবে। তবে ১৬ এপ্রিলের পুর্ব নির্ধারিত পরীক্ষা ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে, ১৮ এপ্রিলের পূর্ব নির্ধারিত পরীক্ষা ২৫ এপ্রিলে অনুষ্ঠিত হবে এবং ২০ এপ্রিলের পূর্ব নির্ধারিত পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। আরও পড়ুনঃ HS Exam 2022: উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত রুটিনের সাথে আরও এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা
পরিবর্তিত সম্পূর্ণ রুটিন ক্লিক করে দেখে নিন- (HS EXAM 2022)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊