তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়
ভয়াবহ ডাকাতি তাও আবার স্বয়ং জামুরিয়া দু'নম্বর ব্লকের ব্লক সভাপতির বাড়ি। এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর শনিবার মাঝরাতে শাসকদলের ব্লক সভাপতির বাড়িতে ঘটে এই দুঃসাহসিক ডাকাতি। অভিযোগ অস্ত্র দেখিয়ে লুট করা হয়েছে নগদ টাকাসহ সোনার গহনা।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার সাহা জানান যে কে বা কারা এসে রাতের বেলায় অস্ত্র দেখিয়ে আমার বাড়িতে ভয়াবহ ডাকাতি চালায়। এই ঘটনায় আমি কার্যত হতবাক্ ও আতঙ্কিত। তিনি বলেন শনিবার গভীর রাত আনুমানিক ১:৪৫ এ ছয়জন দুষ্কৃতী অস্ত্রসহ বাড়িতে ঢুকে। তবে সেই সময় তিনি ছিলেন তাঁর পৈতৃক বাড়ি কেন্দায়।
বাড়িতে ছিলেন স্ত্রী ও তার ছেলে। তাদেরকে মূলত অস্ত্র দেখিয়ে ওই ছয় জন দুষ্কৃতী নগদ টাকাসহ গহনা লুট করেছে।
সুকুমার সাহা বলেন, প্রথমে ওই দুষ্কৃতীরা এসে আমার স্ত্রীকে বন্দুক দেখিয়ে আলমারির চাবি দিতে বলে। সেই চাবি দিয়ে তালা খুলে নগদ দেড় লক্ষ টাকা ও প্রায় দশ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী বাহিনীরা।
তবে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার সাহা বলেন নিছকই ডাকাতি নাকি অন্য কোন মতলব নিয়ে এসেছিল সে বিষয়ে জানা নেই। ইতিমধ্যে তিনি ঘটনার লিখিত বিবরণ দিয়ে অভিযোগ জানিয়েছেন অন্ডাল থানায়। অন্ডাল থানার পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে আসে। সঙ্গে আসেন ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর আধিকারিকরা। সমস্ত দিক খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
১২ ই এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার সাহার বাড়িতে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। আতঙ্কিত সুকুমার সাহার পরিবার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊