Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tricks & Tips: মশা থেকে বাঁচতে জেনে নিন সহজ পাঁচটি উপায়

মশা নিয়ে সমস্যা ! জেনে নিন ঘরোয়া উপাদানে মশা তাড়ানোর সহজ ৫ টি উপায়


মশা মারা ব্যাট




বেলা গড়িয়ে বিকেল হতেই মশার পাল যেনো তৈরি হয়ে যায়। অন্ধকার নামতেই যেনো বলে ওঠে 'খানা তৈয়ার হ্যা।' মসশার খাবার মানুষের রক্ত। কিন্তু মশা কি আর বোঝে মানুষের যন্ত্রণা !


আলো নিভিয়ে ঘুমাতে গেলেই যেনো অদৃশ্য মশারা মাথার চারপাশে ঘুর ঘুর করতে থাকে। ঘুমের ব্যাঘাৎ ঘটে। যদিও মশারি সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সব সময় তো আর মশারি নিয়ে ঘোরা সম্ভব নয়। রয়েছে আরও একাধিক সমাধান।


মশাদেরও কিছু পছন্দ অপছন্দ আছে। নিজেদের অপছন্দের গন্ধ পেলে তারা খুব একটা ধারে কাছে আসে না।




১) রসুন
মশাদের রসুনের কড়া গন্ধ মোটেই পছন্দ নয়। এমনকি যাঁরা রসুন বেশি খায়, তাদের রক্ত পান করাও খুব একটা পছন্দ নয় মশাদের।


২) পুদিনা পাতা
আইসড টি, মোহিতোর মতো ড্রিঙ্কে পুদিনা পাতা ব্যবহার করা হয়। চুইং গামেও এই ফ্লেভার ব্যবহার করা হয়। এই পাতার নির্যাস থেকে তৈরি তেলের গন্ধে মশা দূরে থাকে।



৩) বেসিল
মশাদের বেসিল পাতার গন্ধ পছন্দ নয়। বাড়িতে এই গাছ রাখতেই পারেন। এই গাছের পাতার নির্যাস থেকে তৈরি তেল মশা দূর করতে খুবই কার্যকরী।





৪) নিমপাতা
আপনি মশার কামড় থেকে বাঁচতে গায়ে হাত পায়ে নিম তেল মেখে নিতে পারেন। ধারেকাছেও ঘেঁসবে না মশা।


৫) লেমনগ্রাস
লেমনগ্রাসের নির্যাস থেকে তৈরি তেলের গন্ধও মশা দূরে রাখতে সাহায্য করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code