ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসানি- হাই এলার্ট জারি উপকূলবর্তী এলাকায়
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আসানি' (Cyclone Asani)। আবহাওয়া দপ্তরের খবর অনুসারে সোমবার সন্ধ্যায় আন্দামান উপকূলে আছড়ে পড়তে চলেছে আসানি।
আসানি আসার আগেই উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ইতিমধ্যে হেলিকাপ্টারে করে ইন্ডিয়ান কোস্ট গার্ডের কর্মীরা মৎসজীবীদের গভীর জলে না যাওয়ার কথা ঘোষণা করছে।
আবহাওয়া সূত্রে খবর বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। সোমবার সকালের মধ্যে তা ঘূর্ণিঝড়ের (Cyclone Asani) চেহারা নিয়ে আছড়ে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
এরপর উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে মঙ্গলবারের মধ্যে তা উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছবে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের (Cyclone Asani) মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন।
এদিকে কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দার্জিলিং- কালিম্পং এ বজ্রপাতের সাথে হালকা বৃষ্টি হবে। ২২ তারিখ দার্জিলিং , কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রপাতের সাথে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসানি- হাই এলার্ট জারি উপকূলবর্তী এলাকায়
— SangbadEkalavya (@sangbadekalavya) March 20, 2022
video source: Indian Coast Guard pic.twitter.com/h1DplN5sGQ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊