Mobile Recharge Offers – সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান, ১০৬ টাকায় তিন মাসের জন্য আনলিমিটেড ডেটা, কলিং
জিও(Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন আইডিয়া (VI) অন্যতম জনপ্রিয় টেলিকম ব্যবস্থা (BSNL Recharge Plan) একসময় এগুলির সস্তায় আকর্ষণীয় Mobile Recharge Offers নিয়ে বেশ আগ্রহ ছিলো, কিন্তু প্রায় প্রতিটি টেলিকম অপারেটর রিচার্জ প্ল্যানের খরচ এতটা বেশি করে দিয়েছে যে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে রিচার্জ করতে গিয়ে।
যত দিন যাচ্ছে ততই আনলিমিটেড কলের সাথে সাথে ডাটার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কারন এখন একটা সময়ও আমরা ইন্টারনেট ছাড়া থাকতে পারিনা। কিন্তু টেলিকম কোম্পানিগুলি রিচার্জ (Mobile Recharge Offers) প্ল্যানগুলি এতটা বৃদ্ধি করেছে সাথে বৈধতাও এতো কমিয়ে দেওয়া হয়েছে যে তাতে সাধারণ মানুষ মোবাইল রিচার্জ করতে বেশ সমস্যায় পড়ছে।
তবে প্রথম থেকে সাধারণ মানুষের কথা বিবেচনা করে চলেছে BSNL, সম্প্রতি বিএসএনএল (BSNL) এই বেসরকারি সংস্থা গুলি কে পাল্লা দিয়ে খুবই সস্তায় আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এলো। এই রিচার্জ প্ল্যানের আকর্ষনীয় অফার গুলো শুনলে আপনি চমকে যাবেন।
১০৬ টাকার বিএসএনএল এর রিচার্জ অফার:
বিএসএনএল গ্রাহকরা পেয়ে যাবেন ১০৬ টাকায় দুর্দান্ত রিচার্জ (BSNL Recharge Plan) অফার প্ল্যান। এই প্ল্যান রিচার্জ করলে পেয়ে যাবেন সর্বমোট ৮৪ দিনের বৈধতা , সাথে দৈনিক ডেটা (Data) ব্যবহার করার সুবিধা। শুধু তাই নয় এই ডাটা সম্পুর্ণ আনলিমিটেড। আপনি চাইলেই কোনদিন ২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন আবার কোন দিনও ৫ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
সাথে আপনি পাচ্ছেন আনলিমিটেড ডেটা এছাড়াও প্রতিদিন ১০০ টি এসএমএস (SMS) বিনামূল্যে এবং এর সাথে থাকবে আনলিমিটেড কলিং এবং পেয়ে যাবেন বিএসএনএল টিউন্স (BSNL Tunes)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊