Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bankura Municipality Election Result: বাঁকুড়ার তিন পুরসভায় সবুজ ঝড়

Bankura Municipality Election Result: বাঁকুড়ার তিন পুরসভায় সবুজ ঝড়




রঞ্জিত ঘোষ,বাঁকুড়া:



গত 27 মার্চ রবিবার রাজ্যের 108 পুরসভায় 2022 এর পুর নির্বাচন সম্পন্ন হয়। সেই মতো বাঁকুড়া জেলার তিন পুরসভা সোনামুখী,বিষ্ণুপুর,এবং বাঁকুড়ায় ভোট দান প্রক্রিয়া সম্পন হয়। জেলার তিন পুরসভার মোট 58 টি ওয়ার্ডে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। বুধবার ছিল পুরভোটের ফলাফলের দিন । আর এই ফলাফলে সবুজ ঝড়ে ভাসল বাঁকুড়ার তিন পুরসভা। 




জেলার তিন পুরসভার তিনটিতেই এগিয়ে ঘাস ফুল শিবির। তিন পুরসভার মধ্যে বাঁকুড়ার মোট ওয়ার্ড সংখ্যা 24,এর মধ্যে পুরনির্বচনের ফলাফলে 21টিতে এগিয়ে ঘাসফুল শিবির,নির্দলের দখলে 3টি ওয়ার্ড।



অপর দুটি পুরসভা সোনামুখী এবং বিষ্ণুপুর সেখানেও এগিয়ে তৃণমূল।

সোনামুখী পুরসভাতে নির্বাচন হয় 15 টি ওয়ার্ডে।এর মধ্যে 9টি তিনমুলের দখলে,সিপি আই এম এর দখলে 2ওয়ার্ড এবং নির্দলদের দখলে 4টি ওয়ার্ড।

এছাড়াও বিষ্ণুপুর পুরসভায় নির্বাচন হয় মোট 19 টি ওয়ার্ডে ।এর মধ্যে তৃণমূল দখল করে 13টি ওয়ার্ড,বিজেপির দখলে 2টি ওয়ার্ড,কংগ্রেস 1টি এবং নির্দল পার্টি 3টি ওয়ার্ড দখলে রাখতে সক্ষম হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code