Russia-Ukraine War: আরও এক ভারতীয় ছাত্রের মৃত্যু ইউক্রেনে
গতকাল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে নিহত হয়েছেন এক ভারতীয় ছাত্র- নবীন শেখরাপ্পা। খাবার কিনতে বেরিয়ে ছিলেন তিনি। সেই সময় আচমকা গোলাবর্ষণ শুরু হয়ে যায়। আর তাতেই নিহত হন কর্নাটকের হাভেরির বাসিন্দা নবীন।
নবীনের মৃত্যুর এই আবহেই আরও এক দুঃসংবাদ। ইউক্রেনে (Ukraine) মৃত্যু হল আরও এক ভারতীয় ছাত্রের। তবে তাঁর মৃত্যু হয়েছে অসুস্থতার জন্য। ইউক্রেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ২১ বছর বয়সি ওই ছাত্রের নাম চন্দন জিন্দাল (Chandan Jindal)।
পঞ্জাবের বার্নালার (Burnala) বাসিন্দা চন্দন ইউক্রেনের ভিনিশিয়াতে চারবছর ধরে পড়াশোনা করছিলেন তিনি। জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর অস্ত্রোপচার হয়। ৭ ফেব্রুয়ারি তাঁর বাবা শিশান কুমার এবং কাকা কৃষ্ণ কুমার ইউক্রেন যান। গতকাল সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন চন্দন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊