আসানসোল লোকসভা উপ নির্বাচনে প্রার্থী ঘোষণার পর মা ঘাগর বুড়ি মন্দিরে পূজো দিলেন অগ্নিমিত্রা পাল
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- আসন্ন আসানসোল লোকসভা উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর বিজেপির তরফ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভা বিধায়ক অগ্নিমিত্রা পাল।
আর আসানসোল লোকসভা উপ নির্বাচনে প্রার্থী ঘোষণার পর নিজের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মা ঘাগর বুড়ি মন্দিরে পূজো দিলেন আসানসোল লোকসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।তিনি মায়ের কাছে সবার মঙ্গল কামনা করেন।
এদিন মা ঘাগর বুড়ি মন্দিরে পূজো দেওয়ার সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর বিধায়ক লক্ষণ ঘরুই , পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দিলীপ দে, জিতেন্দ্র তেওয়ারী, বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারী, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী, নির্মল কর্মকার, অরিজিৎ রায়, প্রশান্ত চক্রবর্তী, বাপ্পা চ্যাটার্জী।
তাছাড়া প্রচুর জন সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে মা ঘাগর বুড়ি মন্দিরে পূজা দেন অগ্নিমিত্রা পাল।
এদিন পুজো দিয়ে বার হয়ে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন যে ছোট থেকে শিখে আসছি কোন কাজ করার আগে ভগবানের নাম স্মরণ করতে। তাই আজ পুজো দিয়ে এই লড়াই শুরু করলাম।
বিরোধীদের বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি আসলে মানুষকে সেইভাবে চেনে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চাই। আর আজ আমি এখানে দাড়িয়ে বলছি আসানসোল তার নিজের মেয়েকে চায়।
শত্রুঘ্ন সিনহাকে আক্রমণ করে অগ্নিমিত্রা পাল বলেন যে শত্রুঘ্ন সিনহা অনেক দল পরিবর্তন করেছেন। তার কোনও একদলের স্থিরতা নেই। তাই যদি ভোটে যেতেন এখানে থাকবে বলে বিশ্বাস হয়না। রাজনৈতিক ময়দানে ১ ফুট জমি ছাড়তে প্রস্তুত নয়। আমি শত্রুঘ্ন সিনহা কে একজন অভিনেতা হিসেবে সম্মান করি। কিন্তু ভোটের লড়াইয়ে তিনি আমার প্রতিদ্বন্দ্বী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊