The Kashmir Files দেখার জন্য ছুটি দিল অসম সরকার


The Kashmir Files




কাশ্মীর উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের নির্বিচার নিধন এবং গণ বিতাড়নের ঘটনা ঘটে ১৯৯০ সালে । সেই ঘটনা নিয়ে ‘কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files ) ছবিটি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মঙ্গলবারই এই সিনেমার প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ছবিটি সকলকে দেখতেও অনুরোধ করেন।




অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মোদির ‘নির্দেশ’ পালনে এবারে অসমের সরকারি কর্মচারীদের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করলেন । কর্মচারীরা ‘কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files ) সিনেমাটি দেখতে চাইলেই এই ছুটি দেওয়া হবে।




গত শুক্রবার ‘কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পেয়েছে। ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি দেখে সিনেমার ভূয়ষী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক বিজেপি নেতা-মন্ত্রীরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ছবিটির কর মকুব করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের বিজেপি সরকার ঘোষণা করেছে, সে রাজ্যের পুলিশ কর্মীরা ‘কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files ) ছবিটি দেখতে চাইলেই সরকার বিশেষ ছুটি মঞ্জুর করবে।