SSC: বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় উপদেষ্টা সহ ৩ জনকে তলব আদালতের 

High Court



পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিসে বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় এবার স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা সহ তিনজনকে তলব করলো আদালত। উপদেষ্টার পাশাপাশি তলব করা হয়েছে প্রাক্তন চেয়ারম‍্যানকেও। আগামীকাল অর্থাৎ বুধবার দুপুর ২টায় আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




মেধা তালিকায় নীচের দিকে নাম থাকা সত্বেও মুর্শিদাবাদের ৬ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি। কিন্তু ৩জন গতকাল আদালতে উপস্থিত হয়ে দাবি করেন, সুপারিশ সত্বেও তাঁরা কেউ ওই চাকরিতে যোগ দেননি। আগামী বুধবার ওই ৩ জনকেও প্রামাণ্য নথি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।




প্রয়োজনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছে আদালত। এর আগেও একবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ‍্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ‍্য।