Latest News

6/recent/ticker-posts

Ad Code

Big Breaking : রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল

Big Breaking : রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল

tmc



জাতীয় স্তরের দলের রদবদলের পর তৈরি হয়েছে ওয়ার্কিং কমিটি। এবার মঙ্গলবার নজরুল মঞ্চে রাজ্যস্তরের বৈঠকের দিন রাজ‍্য মন্ত্রীসভায় বড়সড় রদবদল। এই রদবদলের ফলে বাড়তি দায়িত্ব পেল ফিরহাদ হাকিম।




কলকাতা পুরনিগম জয়ের 'পুরস্কার' পেলেন ফিরহাদ হাকিম। রাজ্য মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ানো হল ফিরহাদের। পরিবহণ এবং আবাসন দফতরের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ফিরহাদের হাতে দেওয়া হল পুর ও নগরোন্নয়ন দফতর।




শুধু তাই নয় এদিকে, পুর ও নগরোন্নয়ন দফতর হাতছাড়া হলেও অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন চন্দ্রিমা। অর্থ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।




এদিকে শাসক দল সূত্রে খবর, রাজ‍্য স্তরে বেশ কিছু রদবদল হতে পারে। বেশ কিছু জেলার সভাপতি বদল হতে পারে বদল হতে পারে মহাসচিব বা সভাপতিও। এমনটাই দাবি সূত্রের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code