বঙ্গ বিজেপিকে তুলোধনা তথাগত রায়ের 


Tathagata roy



বঙ্গ বিজেপির সমালোচনা করতে বারবার দেখা গেছে রাজ‍্যের প্রাক্তন সভাপতি তথাগত রায়কে। সদ‍্য সমাপ্ত পুরভোটে বিজেপির ভরাডুবির পর বঙ্গ বিজেপির তুলোধনা করতে ছাড়েন বর্ষীয়ান এই নেতা। এবার ফের বঙ্গ বিজেপিকে নিশানা তথাগতর।



এবার বিজেপির চিন্তন বৈঠকে ঝড় উঠেছে। আড়াআড়িভাবে বিভাজন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ফের টুইট করে কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন তিনি।



বঙ্গ–বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রাক্তন রাজ্যপাল লেখেন, ‘‌আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়। তা না হলে তো বাড়ির বাথরুমে বসেই করা যায়, বৈঠক ডাকবার দরকার হয় না। দল কি ভুল করেছে, কার নেতৃত্বে, কিভাবে সেটা শুধরানো যাবে, সেটাই দেখতে হবে, কে কত কিলোমিটার চক্কর মেরেছে তা নয়। কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার।’‌




উল্লেখ্য, চিন্তন বৈঠকে দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দলের নেতৃত্বের কাজ নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন। এই নিয়ে দলের অন্দরে ব্যাপক ঝড় ওঠে। এমনকী অগ্নিমিত্রা পাল বনাম লকেট চট্টোপাধ্যায়ের আড়াআড়ি বিভাজন সবার চোখে পড়েছিল। যদিও বিজেপি এই কথা স্বীকার করেনি।