দোল উৎসবের শান্তিনিকেতনের ছোঁয়া এবার আসানসোলে
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
আজ দোল পূর্ণিমা বা দোলযাত্রা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অনন্য হলো এই দোল উৎসব। দোল উৎসব পালন করা হবে দিকে দিকে। দেশের প্রায় সব জায়গাতেই প্রতিবছর জাঁকজমক ভাবে পালন হয় দোল উৎসব। বাদ পড়েনি পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চল।
এখানে দেখা গেলো বীরভূম জেলার শান্তিনিকেতনের মতো করে দোল উৎসব পালন করতে। তাই তো শান্তিনিকেতনের ছোঁয়া এবার আসানসোলে।
করোনার এক ভয়ঙ্কর সময় কাটিয়ে ফের জীবনের স্বাভাবিক ছন্দে দেশের অন্যান্য অংশের সাথে খনি শিল্পাঞ্চল আসানসোল। যেখানে রঙের উৎসবে মাতলেন আসানসোলবাসী।
বিগত ১৬ বছর ধরে আসানসোল গ্রামের উদ্যোগে দোলের দিন কার্যত তুলে আনা হয় এক টুকরো শান্তিনিকেতন কে।এবারও ব্যাতিক্রম হয়নি তার। দোলের দিন সকালেই আসানসোলের রামসায়র ময়দান থেকে প্রভাতফেরীর আয়োজন করা হয় যেখানে নৃত্যে গানে বসন্ত উৎসব কে পালন করেন স্থানীয় মানুষজন এলাকা প্রদক্ষিণ এর পর রামসায়র ময়দানে এসে শেষ হয় এই শোভাযাত্রা এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোল উৎসবের প্রাথমিক পর্যায়ে শেষ হয়।
এই বিষয়ে আসানসোল সঙ্গীতমের প্রতিষ্ঠার কর্ণধার ঝুম্পা রায় বলেন,আসানসোল গ্রাম বসন্ত উৎসব, গ্রামের সকলে মিলে সকল ছেলে মেয়ে মিলে এই উৎসব পালন করা হয়। ১৬ তম দোলযাত্রা উপলক্ষে প্রথমে শোভাযাত্রা হবে তারপর বিভিন্ন টিম থেকে একটা করে নাচের পারফরম্যান্স হবে।তারপর আমরা সবাই একসাথে আবীর খেলাই মাতবো। তারপর আমাদের গৌরাঙ্গ মন্দিরে নিত্যানুষ্ঠান আছে। আজ সারাদিন আমরা উপভোগ করি।
নিত্য গোষ্ঠীর একজন শিক্ষিকা লিপি দাঁ বলেন প্রথমত আজ বসন্ত উৎসব যেহেতু রঙের ছোঁয়া আবিরের ছোঁয়া তাই আনন্দ উপভোগ ভালো করে করা হবে। প্রথমে আসানসোল গ্রাম বসন্ত উৎসব শোভাযাত্রা মাধ্যম দিয়ে আসানসোল গ্রামের সকলকে আবিরের ছোঁয়া দেয়ার চেষ্টা করা হবে। শোভাযাত্রা করার পর এই রামসায়ের মাঠে অনুষ্ঠান শেষ করা হবে। যদিও অল্প সময়ে সকলের কাছে পৌছানো সম্ভব নয় তাও আমি চেষ্টা করছি। মূলত এই শোভাযাত্রায় পরেই শুরু হবে নিত্য অনুষ্ঠান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊