আসানসোল লোকসভা উপ নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণ বিধায়ক অগ্নিমিত্রা পল

অগ্নিমিত্রা পল



রামকৃষ্ণ চ্যাটার্জী:আসানসোল:- আগত ১২ তারিখ আসানসোল উপ নির্বাচনকে কেন্দ্র করে আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণ বিধায়ক তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।

তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রতিদ্বান্দিতা করবেন তিনি। বিগত দু দু বার প্রবল তৃণমূল ঝড়েও আসানসোল লোকসভা আসনে বিজেপি অপরাজেয় থেকেছে।

গত দুই নির্বাচনে আসানসোল লোকসভা আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করে জয় লাভ করেছিল গায়ক বাবুল সুপ্রিয়। এবার তারই ছেড়ে যাওয়া আসনে লড়াইয়ে নামছেন অগ্নিমিত্রা পল।

এখন দেখার অগ্নিমিত্রা বিজেপিকে তৃতীয় বারের জন্য আসানসোল উপহার দিতে পারে কি না। নাকি তৃণমূলের প্রথম জয়ের স্বপ্ন সত্যি হয়, নাকি বামফ্রন্ট হারানো জায়গা ফিরে পায়।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে তার প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, বামফ্রন্ট প্রার্থী করেছে পার্থ মুখোপাধ্যায়কে।