বসন্ত উৎসবে সামিল দক্ষিণ কিশামত দশগ্রাম নিউ প্রাথমিক বিদ্যালয়ের কচি-কাঁচারা
করোনা আবহে প্রায় দুই বছর বিদ্যালয় বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে পুনরায় পঠন-পাঠন শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা এতদিন ধরে প্রায় ঘরবন্দী থাকার পর আবার যেন সব নতুন করে ফিরে পেতে শুরু করেছে। লকডাউন পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও বেড়েছে অনেকটাই। কচি-কাঁচা দের উন্মাদনাও যেন চোখে পড়ার মতো। আর এই উন্মাদনার পারদকে আরেকটু চড়িয়ে দিতেই একটু অন্যরকম চিন্তাভাবনা করলেন দিনহাটা ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ কিশামত দশগ্রাম নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা।
বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে মেতে উঠলেন বসন্ত উৎসবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে এখন ঘটা করে বসন্ত উৎসব পালিত হলেও স্কুলে এখনো সেভাবে চালু হয়নি। যদিও দক্ষিণ কিশামত দশগ্রামের এই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সৈকত সরকার, সহকারী শিক্ষক শ্রী অজয় সাহা এবং শ্রী সুজয় রায় মহাশয়রা বিদ্যালয়ের কচিকাঁচা দের নিয়ে বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ-গান ও আবৃত্তির মাধ্যমে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও করে।
বিদ্যালয়ের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক মহাশয়রা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিক্ষক শ্রী রঞ্জিত চক্রবর্তী মহাশয় এবং কয়েকজন অভিভাবক বৃন্দ।
ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়দের এবং নিজেরা একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দিয়ে আনন্দে মেতে ওঠে। তাদের হইহুল্লোড় ছিল চোখে পড়ার মতো। উৎসব শেষে ছাত্রছাত্রীরা মিষ্টিমুখ করে ও বিদ্যালয়ের মিডডে মিল খেয়ে উৎফুল্ল মনে বাড়ি ফিরে যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊