D.A. NEWS: 'ডিএ অনেক দিয়ে দিয়েছি।'- মুখ্যমন্ত্রী 


mamata banerjee
ডিএ অনেক দিয়ে দিয়েছি-মমতা



নিউজ ডেস্কঃ শুক্রবার বিধানসভায় পেশ হল ২০২২-২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট। এ বারের রাজ্য বাজেট পেশ করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


বাজেটের দিকে তাকিয়ে ছিলেন সরকারী কর্মচারীরা। বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে গত কয়েক বছর ধরে টানাপোড়েন চলছে রাজ্য সরকারের। গত বছরের জুলাইয়ে এক বছরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন করলে তা খারিজ হয়, বহাল থাকে ২০১৯ এর রায়ই। কিন্তু স্যাটের নির্দেশের পরও তা কার্যকর করেনি রাজ্য- এমন অভিযোগ এনে আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়।


এবারের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন খাতে ৬০ হাজার ৫২৩ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। গতবার ছিল ৫৯ হাজার ১৬৯ কোটি ২৮ লক্ষ টাকা। ৯৫৫ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি হয়েছে। যা বার্ষিক ইনক্রিমেন্ট মেটাতেই লেগে যাবে বলে মত বিশেষজ্ঞদের। ফলে সরকারের যে এখনই ডিএ দেওয়ার পরিকল্পনা নেই তা বাজেটে স্পষ্ট বলে মনে করছে অভিজ্ঞ মহল।


রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে শুক্রবার বাজেট পেশের দিনেও বিধানসভায় সরব হয়েছে বিজেপি। অধিবেশন থেকে ওয়াক আউটের পর সরকারি কর্মচারীদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হয় বিরোধী দল।  আরও পড়ুনঃ Madhyamik Exam News: দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মারপিট-ঘটনায় আহত তিন


পরবর্তিতে সাংবাদিক সম্মেলনে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের ২৮ শতাংশ বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেন্ট্রালকে বলুন রাজ্যের পাওনা ৯০ হাজার কোটি টাক৷ আগে দিতে। আন্দোলন আমাকে শেখাবেন না। ডিএ অনেক দিয়ে দিয়েছি।”