Madhyamik Exam News: দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মারপিট-ঘটনায় আহত তিন
মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মারপিট-ঘটনায় আহত তিন |
দুই স্কুলের মাধ্যমিক (madhyamik examination 2022) পরীক্ষার্থীদের মধ্যে মারপিট। ঘটনায় আহত তিনজন ছাত্র।
জলপাইগুড়ির আনন্দ মডেল স্কুলে, জেলা স্কুল এবং কালিয়াগঞ্জ উত্তেমশ্বর স্কুলের ছাত্রদের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। পরীক্ষা শুরুর দিন এই দুই স্কুলের ছাত্রদের মধ্যে বচসা হয়। তা মিটমাটও হয়ে যায়।
আজ জীবনবিজ্ঞান পরীক্ষা (life science exam) শেষে বাড়ি ফেরার পথে উত্তমেশ্বর।স্কুলের ছাত্রদের ওপর কয়েকজন চড়াও হয় এবং মারধোর করে বলে অভিযোগ। তিনজন ছাত্র আহতও হয়।
উত্তমেশ্বর স্কুলের ছাত্রদের দাবি, জেলা স্কুলের কয়েকজন ছাত্র বহিরাগত কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে এসে মারধোর করে। পরে পুলিশকর্মীরা ছুটে এলে পালিয়ে যায় তারা। যাওয়ার আগে হুমকি দিয়ে যায় আবার মারধোর করা হবে।
ঘটনার পর অভিভাবক এবং স্কুলের শিক্ষকরা খবর পেয়ে থানায় আসেন অভিযোগ জানাতে। জেলা স্কুলের প্রধানশিক্ষকও থানায় আসেন।
কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার দুই স্কুলের শিক্ষক এবং আহত ছাত্রদের নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে ছাত্ররা যাতে এরকম ঘটনায় জড়িয়ে না পড়ে এবং পরীক্ষা যাতে বিঘ্নিত না হয় তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊