নতুন কোনও গ্রাহককে নিজেদের পেমেন্ট সিস্টেমে যোগ করতে পারবে না PAYTM
ডিজিটাল পেমেন্ট ওয়ালেট সংস্থা পেটিএমে (Digital Payment Platform Paytm) আর নতুন করে কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না ৷ নতুন কোনও গ্রাহককে নিজেদের পেমেন্ট সিস্টেমে যোগ করতে পারবে না এই সংস্থাটি ৷ RBI এর এই নির্দেশের পর সমস্যায় পড়লো পেটিএম। সংশয়ের মধ্যে পেটিএম গ্রাহকরা।
শুক্রবার এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৷ শুক্রবার RBI এর তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর 35এ নম্বর ধারা অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ নতুন কোনও গ্রাহককে আর নিজেদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে না তারা ৷ এখন থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৷”
PAYTM এর আর্থিক কাজকর্ম ও প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে রিপোর্ট তৈরির জন্য অডিট সংস্থা নিয়োগের নির্দেশও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ কবে থেকে পেটিএম আবার নতুন গ্রাহক তাদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে, এই অডিট রিপোর্ট বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আরবিআই জানিয়েছে ৷ সংস্থাটির বেশ কিছু বিষয়ের উপর নজরদারি চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরবিআই জানিয়েছে ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊