নতুন কোনও গ্রাহককে নিজেদের পেমেন্ট সিস্টেমে যোগ করতে পারবে না PAYTM 

PAYTM
paytm payment bank



ডিজিটাল পেমেন্ট ওয়ালেট সংস্থা পেটিএমে (Digital Payment Platform Paytm) আর নতুন করে কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না ৷ নতুন কোনও গ্রাহককে নিজেদের পেমেন্ট সিস্টেমে যোগ করতে পারবে না এই সংস্থাটি ৷ RBI এর এই নির্দেশের পর সমস্যায় পড়লো পেটিএম। সংশয়ের মধ্যে পেটিএম গ্রাহকরা। 


শুক্রবার এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৷ শুক্রবার RBI এর তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর 35এ নম্বর ধারা অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ নতুন কোনও গ্রাহককে আর নিজেদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে না তারা ৷ এখন থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৷”


PAYTM এর আর্থিক কাজকর্ম ও প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে রিপোর্ট তৈরির জন্য অডিট সংস্থা নিয়োগের নির্দেশও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক  ৷ কবে থেকে পেটিএম আবার নতুন গ্রাহক তাদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে, এই অডিট রিপোর্ট বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আরবিআই জানিয়েছে ৷ সংস্থাটির বেশ কিছু বিষয়ের উপর নজরদারি চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরবিআই জানিয়েছে ৷