Latest News

6/recent/ticker-posts

Ad Code

KKR vs CSK: কখন-কোথায় দেখবেন কলকাতা-চেন্নাই ম্যাচ?

KKR vs CSK: আজ আরম্ভ হতে চলেছে আইপিএলের (IPL) পঞ্চদশ সংস্করণ, কখন-কোথায় দেখবেন কলকাতা-চেন্নাই ম্যাচ?





অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আরম্ভ হতে চলেছে আইপিএলের (IPL) পঞ্চদশ সংস্করণ। প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট - কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। আর দুই দলেই নতুন অধিনায়ক নিয়ে এবার নামছে আইপিএলে।



টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (M S Dhoni)। নতুন অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাডেজা (Rabindra Jadeja)। অন্যদিকে কলকাতা নাইট রাইডারসের অধিনায়কত্ব শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কাঁধে।



সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে।



প্রসঙ্গত, আজ থেকে শুরু আইপিএল। এবারের লিগ পর্বে মোট 70টি ম্যাচ খেলা হবে, এরপর চারটি প্লে অফ গেম হবে। টুর্নামেন্টের মোট সময়কাল হবে 65 দিন এবং ম্যাচগুলো হবে মুম্বাই ও পুনেতে। মৌসুমের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রানার্স-আপ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। ওয়াংখেড়েতে, সকাল ৭টা ৩০-এ শুরু হবে ম্যাচ।



লিগ পর্ব 22 মে শেষ হবে এবং 29 মে ফাইনাল খেলা হবে। চারটি স্টেডিয়ামে (ওয়াংখেড় স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম, ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম) গ্রুপ পর্যায়ের ৭০ টি ম্যাচ হবে।



দুপুর ৩ টে ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট - দুটি সময় ম্যাচ হবে। এবারের আইপিএলের সূচি অনুযায়ী, ১২ টি ম্যাচ দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে শুরু হবে। সেই মোতাবেক ১২ দিন ‘ডবল হেডার’ (দিনে দুটি ম্যাচ হবে) থাকবে। ২৭ মার্চ, ২ এপ্রিল, ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ এপ্রিল, ১ মে, ৭ মে, ৮ মে এবং ১৫ মে। শনিবার এবং রবিবারই ‘ডবল হেডার’ আছে। সব শনিবার অবশ্য ‘ডবল হেডার’ হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code