Rabindra Jadeja: অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড গড়ার পথে জাডেজা


Rabindra Jadeja



আজ থেকে শুরু আইপিএল। এবারের লিগ পর্বে মোট 70টি ম্যাচ খেলা হবে, এরপর চারটি প্লে অফ গেম হবে। টুর্নামেন্টের মোট সময়কাল হবে 65 দিন এবং ম্যাচগুলো হবে মুম্বাই ও পুনেতে। মৌসুমের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রানার্স-আপ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। ওয়াংখেড়েতে, সকাল ৭টা ৩০-এ শুরু হবে ম্যাচ।



আর দুই দলেই নতুন অধিনায়ক নিয়ে এবার নামছে আইপিএলে। টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (M S Dhoni)। নতুন অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাডেজা (Rabindra Jadeja)। অন্যদিকে কলকাতা নাইট রাইডারসের অধিনায়কত্ব শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কাঁধে।



আইপিএলে মোট ৪টি দল খেলেছেন রবীন্দ্র জাডেজা। রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স, গুজরাত লায়ন্স এই চারটে দলে খেলেছেন জাডেজা। জাডেজাই টুর্নামেন্টে অংশগ্রহণ করা একমাত্র প্লেয়ার যিনি একের বেশি সর্বাধিক ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন অধিনায়ক পদ ছাড়াই। এই প্রথমবার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন জাডেজা।



২০০-র বেশি ম্যাচ খেলা প্রথম প্লেয়ার জাডেজা। আইপিএলে মোট ২০০টির বেশি ম্যাচ খেলেছেন। তাঁর পরে রয়েছেন রবিন উথাপ্পা। তিনি ১৯৩টি ম্যাচ খেলেছেন। এবি ডিভিলিয়ার্স তালিকায় রয়েছেন ১৮৪ ম্যাচ খেলে। আম্বাতি রায়ডু ১৭৫টি ম্যাচ খেলেছেন আইপিএল।



২২ গজে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এর আগে মোট ২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে ১৭ বার জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে ৮টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জয় ছিনিয়ে নিয়েছে। শেষ ৫ বারের সাক্ষাতে ৪ বারই জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।