অজয় সিং বিস্ত থেকে যোগী আদিত্যনাথ -  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অজানা কাহিনি


যোগী আদিত্যনাথ


শুক্রবার লখনউ-এ (Lucknow), উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে একদিকে যেমন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীসভা ও বিজেপির (BJP) শীর্ষনেতাদের অনেকে, ছিলেন অনেক সাধু-সন্ন্যাসীও। আসলে, রাজনীতি ও ধর্ম - দুই ক্ষেত্রেই যোগী আদিত্যনাথের সমান বিচরণ। 


তবে আপনি জানেন কি  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একসময় পরিচিত ছিলেন অজয় ​​সিং বিস্ত (Ajay Singh Bisht) নামে। অজয় সিং বিস্ত থেকে হয়ে উঠলেন যোগী আদিত্যনাথ । দুইবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথও নিলেন। 

যোগী আদিত্যনাথ

১৯৭২ সালের ৫ জুন, উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার পাঞ্চুর গ্রামে জন্ম নেন অজয় ​​সিং বিস্ত (Ajay Singh Bisht) ।পড়াশোনা করতে তিনি আসেন ঋষিকেশে । এই সময় গুরু মোহান্ত অবৈদ্যনাথের সান্নিধ্যে আসেন অজয় সিং বিস্ত। 

গুরু মোহন্ত অবৈদ্যনাথই অজয়ের মনে আধ্যাত্মিকতার বীজ বপন করেছিলেন। ধীরে ধীরে অজয় হয়ে ওঠেন রাম ভক্ত। রাম জন্মভূমি আন্দোলনের প্রভাবে প্রভাবিত হন অজয় সিং বিস্ত। 

Ajay Singh Bisht



প্রভাব এতটাই গভীর হয় যে পরিবার কে না জানিয়েই ১৯৯৩ সালের নভেম্বরে তিনি, তাঁর পড়াশোনা, পরিবার, গ্রাম - সব ছেড়ে গোরক্ষনাথ মন্দিরে চলে আসেন। অজয় ​​গোরক্ষনাথ মন্দিরে আসার প্রায় দুই মাস পর, বসন্ত পঞ্চমীর দিনে মোহান্ত অবৈদ্যনাথ তাঁকে দীক্ষা দিয়েছিলেন। অজয় সিং বিস্ত নতুন নামে পরিচিত লাভ করলেন। অজয় হয়ে গেলেন যোগী আদিত্যনাথ। 

গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ নিলেন যোগী আদিত্যনাথ। 

যোগী আদিতনাথ সম্পর্কে জানতে ভিজিট করুন-