Bengali Calendar : নববর্ষ ১৪২৯ এর পঞ্জিকা অর্ডার করুন অনলাইনে , মাত্র ৩৮ টাকায়
বাঙালির নববর্ষে নতুন পোশাক, খাবারের এলাহি আয়োজন ইত্যাদি যেমন থাকে তার সাথে সাথে নতুন বছরের পঞ্জিকা না কিনলে কি আর নববর্ষ সম্পূর্ন হয় ! বৈশাখীমেলা কিংবা বারুনি মেলা, অষ্টমী মেলা থেকে বাড়ির গৃহিণী বা কর্তার নজর থাকে এই পঞ্জিকার উপর ।
বর্তমান ডিজিটাল যুগে অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে অনলাইন কেনাকাটার ঝোঁক। আর হবে নাই বা কেন, দোকানে যে ছাড় পাওয়া যায় না তা মেলে অনলাইন শপিং এ । তাইতো এখন অনলাইনে কেনাকাটার ঝোঁক এতো বেশি। এই ধরুন নতুন বছরের পঞ্জিকা । যার মূল্য ১১০ টাকা তা অনলাইনে মিলছে মাত্র ৩৮ টাকায়। ৫৬ শতাংশ ছাড়ে।
Benimadhav Shiler Ful Panjika 1429 এই পঞ্জিকাটিতে Amazon দিচ্ছে ৫৬ শতাংশ ছাড়। এছাড়াও যদি আপনি Shree Madan Gupta Full Panjika - 1429 কিনতে চান ১৮ শতাংশ ছাড়ে পঞ্জিকাটি কিনতে পারবেন এখান থেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊