MP EXAM 2022: মাধ্যমিক পরীক্ষার পর রাস্তার নকলের ছড়াছড়ি!
৭ ই মার্চ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবছর রাজ্যের বিভিন্ন এলাকায় টোকাটুকি রুখতে নেট ওয়ার্ক বন্ধ করেছে সরকার। এর মাঝেই আজ এক লজ্জাজনক চিত্র ফুটে উঠলো।
আজ পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নকলের কাগজের টুকরো টুকরো কাগজ ছড়িয়ে দিল পরীক্ষার্থীরাই। মাইক্রো নামে পরিচিত বইয়ের জেরক্স কপি পরীক্ষাকেন্দ্র থেকে বেড়িয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেয় পরীক্ষার্থীরা। আর সেই চিত্র ধরা পড়ল সংবাদ একলব্যের পর্দায়।
কাগজের টুকরো গুলো দেখা গেছে দিনহাটা ১নং ব্লকের রং পুর রোডে ওকড়াবাড়ী এলাকায়। যদিও কোন পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী বা কোন স্কুলের পরীক্ষার্থী এই কাজ করেছে তা জানা যায়নি। ঘটনায় ব্যাপক ছি ছি রব তুলেছে একদল মানুষ।
জনৈক এক ব্যক্তি বলেন, যেভাবে নকলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এই হারে নকল হলে আগামী প্রজন্মকে সবল করা অনেকটা মুশকিল হবে। কর্তৃপক্ষ এই সব নকল রোখারও ব্যবস্থা করুক।
একদিকে নকল রুখতে তৎপর পর্ষদ কিন্তু আদৌ কি নকল রুখতে সফল পর্ষদ। উঠছে প্রশ্ন। রাস্তায় নকল ছড়িয়ে ছিটিয়ে রাস্তা অপরিষ্কার করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। জানা যায়, টোটো ও গাড়ি করে পরীক্ষার্থীরা ফেরার সময় এই কাণ্ড ঘটিয়েছে। আরও পড়ুনঃ কীর্তন গানের নামে হচ্ছে টা কী ! কখনো যুবতীর ব্রেকডান্স তো কখনো পুষ্পা স্টাইল , ক্ষুদ্ধ নেটিজেন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊