Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব বাঙালির রান্নাঘরে !

ভারতের রান্নাঘরেও সেই যুদ্ধের আঁচ ! 



বাঙালির রান্নাঘর




রাশিয়ার ইউক্রেনের উপর আক্রমণের পর থেকেই বিশ্ববাজারে তার প্রভাব পড়তে শুরু করে। এবার ভারতের রান্নাঘরেও সেই যুদ্ধের আঁচ । ভোজ্যতেল একলাফে বৃদ্ধি পেয়ে ২০০ এর ঘর অতিক্রম করেছে। শুধু ভোজ্যতেল নয় সেইসাথে অন্যান্য মশলাপাতির দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

সরিষার তেল


ভোজ্যতেলের ক্ষেত্রে সয়াবিন তেল বা সাদা তেলের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে ১৩০ প্রতি লিটার বিক্রি হতো তা বর্তমানে ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে ।

জিরা




সেই সাথে বৃদ্ধি পেয়েছে জিরার দাম। যে গোটা জিরা প্রতি কেজি ২০০ টাকায় পাওয়া যেতো, এখন সেই জিরা ২৭০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। সেই সাথে লবনের দামও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

লবণ



শুধু তেল, জিরা, লবণ নয় প্রায় প্রতিটি মশলা, চিনি সবকিছুরই দাম অল্প হলেও বৃদ্ধি পেয়েছে বা কিছুক্ষেত্রে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।


সবমিলিয়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের এই সময় বাঙালির রান্নাঘরেও মূল্যবৃদ্ধির চাপ পড়ছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code