জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
জলপাইগুড়িঃ বিজেপি রাজ্য সভাপতির সফরকে কটাক্ষ যুব তৃণমূল নেতার, বক্তব্যের জবাব দিলেন সুকান্ত মজুমদার।
"যুব তৃণমূল সভাপতি কদিন পর গায়ে গেরুয়া রং লাগিয়ে জয় শ্রী রাম বলবেন ,সময় আসছে," বসন্ত উৎসবের দিনে জলপাইগুড়িতে এমটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি।
এদিন তিনি জয়প্রকাশ মজুমদারের দলত্যাগের বিষয়ে জানান, "খোঁজ নিয়ে দেখুন জয়প্রকাশ মজুমদার তাঁর ড্রাইভারকেও সাথে নিয়ে যেতে পারেননি। তিনি এমন একজন নেতা যিনি দলত্যাগ করলে জামা-প্যান্ট ছাড়া আর কিছু তার সাথে যায়না। "
অপরদিকে শুক্রবার জলপাইগুড়ির একটি মাঠে অন্যান্য বারের মতো এবারেও আনন্দধারা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের, উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, দোলের দিনে জলপাইগুড়ি শহরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সফরকে নিয়ে জানতে চাইলে সৈকত বাবু রঙের মেজাজেই বলেন সব নির্বাচনেই জিরো ,প্রেস মিট করে কি করবেন, তার থেকে সুকান্ত বাবু এই ময়দানে আসুন হোলির দিন একটু রং মাখিয়ে দি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊