পাড়ায় শিক্ষালয় তাহলে বন্ধ ! শুরু হচ্ছে বিদ্যালয়ে পঠন পাঠন
দীর্ঘ প্রায় দুই বছর থেকে বন্ধ ছিলো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক ছাত্রছাত্রীদের পঠন পাঠন।
গত ৭ ফেব্রুয়ারী থেকে রাজ্য শুরু করেছিলো পাড়ায় শিক্ষালয়। কিন্তু পাড়ায় শিক্ষালয় কর্মসূচী অনেকক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করেছিলো বলে বিভিন্ন শিক্ষক সংগঠন দাবী তুলেছিলেন।
তাদের দাবী ছিলো শ্রেণিকক্ষেই পুনরায় পঠন পাঠন শুরু হোক।
আজ নবান্ন থেকে ঘোষিত নির্দেশিকায় বলা হয়েছে আগামী ১৬ ই ফেব্রুয়ারি রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খুলছে।
একই সাথে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলোও খোলার নির্দেশিকা জারি হয়েছে।
তবে পাড়ায় শিক্ষালয় চালু থাকবে কিনা বা বন্ধ হবে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি।
5 মন্তব্যসমূহ
Khub valo decision
উত্তরমুছুনGood decision
উত্তরমুছুনখুবই ভালো সিদ্ধান্ত
উত্তরমুছুনkhub vlo koraca
উত্তরমুছুনValo Khabor
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊