WB SSC Group D Court Case Updates


WB SSC Group D


SSC GROUP D মামলায় কয়েকদিন আগেই ৫৭৩ জনের চাকরি বাতিলের রায়কে কেন্দ্রকরে ডিভিশন বেঞ্চে যায় কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) নিযুক্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি। আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশকে খারিজ করে দেয়।








প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই তদন্ত বাতিল করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। গঠন করে দেয় কমিটি।




গত ডিসেম্বরে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে তৈরি বিশেষ অনুসন্ধানকারীদল অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত। এর আগে ৭ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে রিপোর্ট দিতে বলেছিল হাইকোর্ট ।


যদিও নির্ধারিত সময়ের থেকে আরও কিছুটা সময় চেয়েছিল কমিটি। এসসি-র (SSC) পক্ষে অনুসন্ধানকারী দলে ছিলেন আশুতোষ ঘোষ সহ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) সহ-সচিব(প্রশাসন) পারমিতা রায়, হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।




এরপর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপর একটি নতুন মামলায় দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনের নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে আবেদন জানায় বিচারবিভাগীয় তদন্ত কমিটি।


কমিটির আবেদন ছিলো আদালতের বেঁধে দেওয়া তদন্তের সময়সীমা বৃদ্ধি করা হোক এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বেশ কিছু অংশ বাতিল করুক ডিভিশন বেঞ্চ।


আজকে ডিভিশন বেঞ্চ সেই মামলায় এসএসসির পক্ষে রায় দিয়েছেন এবং বিচার বিভাগীয় তদন্ত অনুসন্ধান কমিটির জন্য আরো চার মাস সময় চেয়েছিল সেই সময় কেউ মঞ্জুর করেছে বলে জানা যাচ্ছে।


জানা গিয়েছে- ৫৭৩ জনের যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ তা খারিজ করলো ডিভিশন বেঞ্চ । আগামী কাল এই মামলার ফের শুনানি হবে। তবে চার মাসের যে সময়সীমা চেয়েছিল অনুসন্ধানকারী টিম ,সেই সময়সীমা মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ ।