প্রার্থী তালিকা প্রকাশ হতে না হতেই প্রার্থী বদল দিনহাটা পুরসভায়






২৭শে ফেব্রুয়ারি রাজ‍্যের ১০৮ পুরসভায় নির্বাচন। আর তার আগে  সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ‍্যায়। এছাড়াও এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরা।




দার্জিলিং বাদে সব পুরসভার প্রার্থী তালিকা এদিন প্রকাশ করে তৃণমূল। প্রার্থী তালিকা প্রকাশ হতে না হতেই দিনহাটা পুরসভার একাধিক ওয়ার্ডের প্রার্থী বদল করা হল। এদিন বিকেলের দিকে প্রার্থী তালিকা প্রকাশের পর সন্ধ‍্যার দিকে আরো একটি নতুন তালিকা প্রকাশ করা হয়।




নয়া প্রার্থী তালিকা :

১: সুলতা দে ঘোষ

২: চঞ্চল সাহা

৩: জয়শ্রী সরকার

৪: সাবির সাহা চৌধুরি

৫: বিশ্বজিৎ ভৌমিক

৬: নমিতা বর্মন

৭: মিঠু দাস

৮: বাবলু সাহা

৯: পার্থনাথ সরকার

১০: অপর্না দে নন্দী

১১: গৌরি শঙ্কর মাহেশ্বরী

১২: শম্ভু অধিকারী

১৩: শিখা নন্দী

১৪: রমেন বর্মন

১৫: সমীর সরকার

১৬: জাকারিয়া হোসেন




বিকেলে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশের পর ফের সেই প্রার্থী তালিকা কেন প্রকাশ করা হল সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে আবারো প্রার্থী তালিকা পরিবর্তন হবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা নেই। তবে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন ৮ তারিখ নমিনেশন সাবমিট। নমিনেশন সাবমিটের পরেই নিশ্চিত হওয়া যাবে কারা লড়বেন দিনহাটা পুরসভার পুরভোটে।