WB Municipality Election: পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস
পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরা।
এদিন দার্জিলিং বাদে সব পুরসভার প্রার্থীর নাম ঘোষনা করে তৃণমূল। দার্জিলিং-র প্রার্থী তালিকা পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করে জানিয়েছেন, এ বারের পুর নির্বাচনে কোনও বিধায়ক লড়াই করছেন না (West Bengal Municipal Election 2022)।
শুধু তাই নয় একই পরিবার থেকে একাধিক মানুষকে সুযোগ না দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণ প্রার্থীদের দিকে। সুযোগ দেওয়া হয়েছে জয়ী কাউন্সিলারদের। পাশাপাশি এসেছে অনেক তরুণ মুখ। নবীন ও প্রবীণের সমন্বয়ে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে, বলেছেন পার্থ চট্টোপাধ্যায়।
তিনি আরো জানান, আমরা প্রচারে রাজ্যের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা তৃণমূলের প্রার্থীদের সর্বস্তরে জয়যুক্ত করার আহ্ববান জানাচ্ছি।
আগামী ২৭শে ফেব্রুয়ারী রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচন।
2 মন্তব্যসমূহ
Good
উত্তরমুছুন👍👍👍🏿
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊