রাজবংশী ভাষায় পোস্টার দিয়ে হুমকি বিধায়ক উদয়ন গুহকে


উদয়ন



রাজবংশী ভাষায় বিধায়ক উদয়ন গুহ কে হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল‍্য দিনহাটা জুড়ে। দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহের বাড়ির মেইন গেটের সামনে দেওয়ালে পোস্টার ছিপকানো। আর সেই পোস্টারে রাজবংশী ভাষায় বিধায়ককে হুমকি দেওয়া হয়েছে। নজরে আসতেই ব‍্যাপারটা নিয়ে বেশ চর্চা শুরু হয়ে গেছে।




জানা গেছে, বিধায়ক নয়ারহাটে এক প্রোগ্রাম সেড়ে বাড়ি ফিরে আসেন আর এসেই দেখতে পান তার বাড়ির সামনে রাজবংশী ভাষায় একটি পোস্টার। আর সেই পোস্টারে হুমকি দেওয়া হয়েছে স্বয়ং তাঁকেই। তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে সে বিষয়ে এখোনো কোনো কিছু জানা যায়নি।



তিনি জানান কে বা কারা এই জঘন্যতম ভাবে হুমকির পোস্টার লাগিয়ে গেছে জানা নেই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এরপরেই দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পোস্টার টিকে উদ্ধার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

বিধায়ক উদয়ন গুহ তার বক্তব্য জানান। পুলিশ প্রশাসন অতি শীঘ্রই এই ঘটনার পদক্ষেপ নিক না হলে বৃহত্তর আন্দোলনে নামবে দল। বাড়ির সামনের সিসি ফুটেজ এখনো যাচাই করা হয়নি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানা গেছে।




সূত্রের খবর, বিধায়কের বাড়ির সামনে রয়েছে সিসি ক্যামেরা কিন্তু যারা পোস্টার লাগিয়েছে তারা যথেষ্ট চালাকির সাথে এটি লাগিয়েছে যাতে করে তারা সিসি ক্যামেরায় না আসে।




উল্লেখ্য কিছুদিন আগে তুফান গঞ্জে এক দলীয় কর্মীসভায় পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভেংগে দেওয়ার কথা জানান বিধায়ক। আর তার পরেই আজকে রাজবংশী ভাষার এই হুমকি যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।