Ukraine-Russia War: রাশিয়ার বিরুদ্ধে এক অবস্থানে ভারত-চিন!
Source APF |
সীমান্ত বিবাদ নিয়ে ভারত-চিন সম্পর্ক অজানা নয়। দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে ভারত চিন ঝামেলা থাকলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান এক রাখলো ভারত-চিন। ইউক্রেনের রাশিয়ার হামলার পর রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (United Nations Security Council) রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত রইল দুই দেশই। ভোটদান থেকে বিরত থেকেছেন আরব আমিরশাহীও।
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার বিরোধীতা করে তীব্র নিন্দা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UN Security Action) যৌথ ভাবে প্রস্তাব আনে আমেরিকা (United States of America) এবং আলবেনিয়া। অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনার (Russian Army) প্রত্যাহার এবং আগ্রাসী মনোভাবের সংবরণের দাবিও তোলা হয়।
এদিনের এই প্রস্তাবে পোল্যান্ড, ইতালি, জার্মানি, এস্টোনিয়া, লাক্সেমবার্গ, নিউজিল্যান্ডের মতো ১১টি দেশ ভোটদান করে। প্রস্তাবের বিরোধিতা করে ভেটো প্রয়োগ (Veto Power) করে রাশিয়া। আর এই ভোটদান প্রক্রিয়া থেকে সম্পূর্ণ ভাবে নিজেদের বিরত রাখে ভারত, চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি (Russia Ukraine War News)।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ‘‘ইউক্রেনে ঘটে চলা সাম্প্রতিক ঘটনাক্রমে ভারত উদ্বিগ্ন। অবিলম্বে হিংসা এবং শত্রুতার পথ থেকে সরে আসতে আবেদন করছি সকলকে। মানুষের জীবনের বিনিময়ে কোনও সমাধানে এসে পৌঁছনো সম্ভব নয়। কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক বিষয়। আমাদের কূটনীতির রাস্তায় ফিরতেই হবে। সেই কারণেই ভোটদান থেকে ভারত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’’
রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য হওয়ায় এই প্রস্তাবকে আটকে দিয়েছে রাশিয়া
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊