কাল ভোট, আজ সকালেই বোমা উদ্ধার বিজেপির পার্টি অফিসের সামনে





সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর:-


বর্ধমানে পুরভোটের আর ২৪ ঘন্টাও বাকি নেই। তার আগেই শনিবার সকালে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে দুটি সুতলি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুদিন আগেই এই অফিসে বিজেপির ফ্লেক্স পোড়ানোর অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ ; শাসকদলের বহিরাগত দুস্কৃতীরা এসে আতঙ্ক ছড়াচ্ছে। তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।




৯ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুধীররঞ্জন কুমার সাউ জানান; সকালে ফোন পেয়ে তিনি এবং দলীয় কর্মীরা এসে দেখেন দুটি বোমা পড়ে আছে দলের অফিসের সামনে। পুলিশ এসে জায়গাটিকে ঘিরে দেয়। তার দাবি; বাইরে থেকে লোক এনে এই ওয়ার্ডের শাসকদলের প্রার্থী ও তার স্বামী আতঙ্ক ছড়াতে চাইছেন। এভাবে ভয় দেখিয়ে এলাকার মানুষ ও বিজেপি কর্মীদের আতঙ্কিত করতে চাইছেন তাঁরা। এভাবে অফিস বন্ধ থাকলে তার ভোট প্রস্তুতি কীভাবে হবে। এলাকার বাসিন্দা ; হারু পন্ডিত জানান; বোমার কথা শুনে আর দেখে এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন।




জয়হিন্দ বাহিনীর জেলার সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য বলেন তৃণমূল বোমা বন্দুকের রাজনীতি করে না।এটা বিজেপির চক্রান্ত। ওরা নিজেরাই রেখে তৃণমূলের উপর একটা বদনাম করার চেষ্টা করছে।




তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট প্রমোদ হরিজন বলেন বিজেপির আর কোনো লোকজন নেই। খবরের শিরোনামে আসার জন্য ওরা নিজেরাই এই কাজ করছে।