Latest News

6/recent/ticker-posts

Ad Code

Online এ পরীক্ষার দাবীতে স্মারকলিপি প্রদান পরীক্ষার্থীদের

Examination 2022: Online এ পরীক্ষার দাবীতে স্মারকলিপি প্রদান ছাত্র-ছাত্রীদের 

Examination 2022
টি. এম.সি.পির ঝান্ডা হাতে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ


রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-


অনলাইনের (online examination) মাধ্যমে পরীক্ষার দাবি জানিয়ে রূপনারায়নপুর নজরুল পলিটেকনিকে টি. এম.সি.পির ঝান্ডা হাতে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন। লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হলো প্রধান শিক্ষকের হাতে।

এই প্রসঙ্গে ছাত্রনেতা মিঠুন মণ্ডল বলেন সিলেবাস শেষ না করে দশ দিনের মধ্যে অফলাইনে পরীক্ষা দেওয়া অসম্ভব আগে দু মাস পঠন পাঠন করানো হোক তারপর অফলাইনে পরীক্ষা নেওয়া হোক,তাই আজ অনলাইনে পরীক্ষার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের হাতে স্মারকলিপি দেওয়া হলো।

আরও বলেন- "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব ছাত্রছাত্রীদের আবেদন এই বিষয়ে ভাবার জন্য।যাতে সব ছাত্রছাত্রীদের সুবিধা হয় ও আমাদের প্রধান শিক্ষকের কাছে আবেদন আগে সমস্ত সিলেবাস শেষ করুন তারপর অফলাইনে পরীক্ষা করুন,না হলে দুমাস সময়দিন। তাছাড়া এইবার অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। কারণ অনলাইনে প্র্যাকটিক্যাল গুলি বোঝা যায় না। তারজন্য অফ লাইন পঠন পাঠন দরকার।"

এই বিষয়ে পলিটেকনিকের প্রধান শিক্ষক ফারুক আলি বলেন ছাত্রছাত্রীদের সমস্যার কথা উচ্চ আধিকারিকদের জানানো হবে। আগামী দিনে তারা যা সিদ্ধান্ত নিবে সেই হিসেবে পরীক্ষা নেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code