Latest News

6/recent/ticker-posts

Ad Code

Deb: গরু পাচারকাণ্ডে এবার নাম জড়ালো দেবের

গরু পাচারকাণ্ডে এবার নাম জড়ালো দেবের

Deb




গরু পাচারকাণ্ডে এবার নাম জড়ালো তৃণমূল সাংসদ অভিনেতা দেবের। সূত্রের খবর, সাক্ষীদের বয়ানে নাম উঠে এসেছে দেবের। আর তারপরেই দেবকে নোটিস পাঠাল সিবিআই। এমনটাই খবর। আগামী ১৫ই ফেব্রুয়ারি নিজাম প‍্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




একাধিক তথ‍্য প্রমানের ভিত্তিতে এই নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, গরুপাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে উঠে এসেছিল দেবের নাম। আর সেই কারণেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে।



এর আগে গরু পাচারকাণ্ডে এনামুল হককে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই তাঁকে জেরা করে একাধিক নাম পেয়েছে বলে খবর। সেই সূত্রেই দেবকে জেরা।




২০২০-র নভেম্বরে গরু পাচারকাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই। সূত্রের খবর, গরুপাচারের টাকা কোথায়, কীভাবে, কার হাতে যেত তা খতিয়ে দেখবে ইডি। অন্যদিকে CBI সূত্রে খবর, এই ঘটনায় ধৃত বিএসএফ কমান্ড্যান্ট Satish Kumar-র সিনিয়র অফিসারদের ভূমিকাও খতিয়ে দেখা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code