Group C মামলায় CBI অনুসন্ধানে স্থগিত চেয়ে ডিভিশন বেঞ্চে রাজ‍্য




High Court on SSC



Gorup D এর মতো Group C মামলায় CBI অনুসন্ধানে স্থগিত চেয়ে ডিভিশন বেঞ্চে রাজ‍্য।কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ‍্য। আবেদন জানিয়েছেন চাকরীরত বেশ কয়েকজন গ্রুপ সি কর্মী। মামলার শুনানি আগামীকাল। 


ভুয়ো নিয়োগের অভিযোগে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। পাশাপাশি সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন। 



এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘বেআইনিভাবে নিযুক্তদের বেতনের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। টাকা তারা ফেরত দিয়েছেন কি না তা দেখবেন ডিআই। কেউ টাকা ফেরত না দিলে কড়া আইনি পদক্ষেপ করা হবে।’ পাশাপাশি Group C দুর্নীতি CBI অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই অধিকর্তাকে অনুসন্ধানে নজরদারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।