Miss Universe : ভক্তদের ঘুম ওড়াচ্ছে Harnaaz Sandhu-র হটনেস


Harnaaz Sandhu
pic source: Harnaaz Kaur Sandhu insta





Miss Universe India 2021 এর শিরোপা অর্জন করেছিলেন হারনাজ সান্ধু (Harnaaz Sandhu)। আর তারপরই শুরু হয় Miss Universe প্রতিযোগিতার প্রস্তুতি। তৃতীয় ভারতীয় মিস ইউনিভার্স হিসাবে সেই মুকুটও ছিনিয়ে নিয়েছেন হারনাজ সান্ধু। মিস ইউনিভার্স সান্ধু সাম্প্রতিক সময়ে একাধিক ছবি শেয়ার করেছেন ইন্সটাতে। আর সেই ছবি ভিডিওতে উপচে পড়ছে হারনাজের হটনেস। এককথায় ভক্তদের ঘুম ওড়াচ্ছেন এই সুন্দরী।  

Harnaaz Sandhu
pic source: Harnaaz Kaur Sandhu insta






প্রসঙ্গত হারনাজ ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব 2019 হিসাবে মুকুট পেয়েছিলেন এবং ফেমিনা মিস ইন্ডিয়া 2019-এ শীর্ষ 12 তে স্থান পেয়েছিলেন। ২০০০ সালের ৩ রা মার্চ চণ্ডীগড়ে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন সান্ধু এবং বেড়ে ওঠেন এখানেই। তিনি শিবালিক পাবলিক স্কুল এবং স্নাতকোত্তর গভর্নমেন্ট কলেজ ফর গার্লস, চণ্ডীগড়ে পড়াশোনা করেছেন। পাঞ্জাবি, হিন্দি এবং ইংরেজিতে সাবলীল হারনাজ।

Harnaaz Sandhu
pic source: Harnaaz Kaur Sandhu insta





মিস ইউনিভার্সের ইতিহাস আজ পর্যন্ত কেবলমাত্র দুইজন ভারতীয় সুন্দরীই খেতাব জয়ে সফল হয়েছিলেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন মিস ইন্ডিয়া, সুস্মিতা সেন। ছয় বছর পর লারা দত্ত এই ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন। গত ২০ বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের ঝুলি খালিই ছিলো, আর হারনাজের হাত দিয়েই সেই শূন্যস্থান পূরণ হয়।