Haunted Village: জলাশয় থেকে উঠে এল আস্ত এক ভূতুড়ে গ্রাম!

Ghost Village
A general view shows the ancient village of Aceredo that had been submerged by Limia river in the 1990s after the dam was built in Concello de Lobios, Spain, February 10, 2022.Miguel Vidal/Reuters







ইতিহাসের পাতায় কত সভ্যতা, কত কাহিনী মুখ লুকিয়ে আছে, তার কতটুকুই বা আমরা জানি। কত কাহিনী আজও অজানা হয়ে আছে। মাঝে মাঝে এমনই কিছু ইতিহাস যখন উঁকি মারে তখন কৌতূহল জেগে ওঠে।


সম্প্রতি এমনই এক ইতিহাস হঠাৎ সামনে এসেছে। তবে প্রথমে কৌতূহল থাকলেও এখন তা আতঙ্কে পরিণত হয়েছে।


Ghost Village
A general view shows the ancient village of Aceredo that had been submerged by Limia river in the 1990s after the dam was built in Concello de Lobios, Spain, February 10, 2022.Miguel Vidal/Reuters


সম্প্রতি স্পেনের একটি জলাশয়ের জল শুকিয়ে যাওয়ায় আস্ত একটা গ্রাম আবিষ্কৃত হয়েছে। জানা গিয়েছে প্রায় ৩০ বছর আগে একটি স্পেনীয় জনপদ তলিয়ে গিয়েছিলো নদী গর্ভে। সেটিই এখন সামনে এসেছে। জলাশয়ের জল শুকিয়ে যেতেই সামনে এসেছে ইতিহাস। প্রাথমিক ভাবে সেই আবিষ্কৃত গ্রাম নিয়ে কৌতূহল থাকলেও এখন তা আতঙ্কে পরিণত হয়েছে।

Ghost Village
A general view shows the ancient village of Aceredo that had been submerged by Limia river in the 1990s after the dam was built in Concello de Lobios, Spain, February 10, 2022.Miguel Vidal/Reuters


সদ্য আবিষ্কৃত গ্রামটি একটি ভূতুড়ে গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। আর তা নিয়েই ছড়িয়েছে আতঙ্ক। তৈরি হয়েছে অস্বস্তি।


জানা গিয়েছে, ভৌগোলিক ভাবে জায়গাটি স্পেন ও পর্তুগালের সীমান্তে। গ্রামটির নাম অ্যাসেরেডো। স্থানীয় এলাকায় খরার কারণে একটি রিজার্ভার জলশূন্য করে ফেলতে হয়েছিল। একটি বড় বাঁধের অংশ ছিল এটি। বন্যায় এই জনপদটি প্লাবিত হয়েছিল। তবে নদী হিসেবে বলতে হলে বলতে হবে লিমিয়া নদীর (limia river) তলা থেকে উঠে এসেছে এটি।

Ghost Village
A general view shows the ancient village of Aceredo that had been submerged by Limia river in the 1990s after the dam was built in Concello de Lobios, Spain, February 10, 2022.Miguel Vidal/Reuters


১৯৯২ সাল নাগাদ এই বন্যার ঘটনা ঘটেছিল। লিমিয়া রিভারবেডে বাঁধ ও জলাধার বানাতে গিয়ে এই গ্রামটিকে নষ্ট করা হয়েছিল। 

Ghost Village
A general view shows the ancient village of Aceredo that had been submerged by Limia river in the 1990s after the dam was built in Concello de Lobios, Spain, February 10, 2022.Miguel Vidal/Reuters

জলস্তর নেমে যাওয়াও সামনে আসে এই গ্রামটি। এখন সেই জলাশয়ে বিধ্বস্ত গ্রামটি ঘিরে শুধুই ভৌতিক কাহিনী। স্থানীয় এলাকায় এই গ্রাম এখন আতঙ্কের আর এক নাম। 




Tag:
Ghost Village,river, sea flood, Spain, portugal, Haunted Village,Aceredo Village,dam,major drought,Limia River,