Latest News

6/recent/ticker-posts

Ad Code

Duare Sarkar: সামনে পুরভোট, তার আগে 'দুয়ারে সরকার' নিয়ে নির্দেশিকা কমিশনের

সামনে পুরভোট, তার আগে 'দুয়ারে সরকার' নিয়ে নির্দেশিকা কমিশনের



duare sarkar





২৭শে ফেব্রুয়ারী রাজ‍্যের ১০৮ পুরসভায় নির্বাচন আর এর মাঝেই ১৬ই ফেব্রুয়ারি থেকে রাজ‍্য জুড়ে শুরু হতে চলেছে দুয়ারে সরকার। পুর নির্বাচনের মাঝে দুয়ারে সরকার নিয়ে এবার নির্দেশিকা জারি করলো কমিশন।




মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই প্রকল্প চালু হয়েছে বলে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী ছবি দিয়ে এই প্রকল্পের নাম উল্লেখ করে পোস্টার বা ব্যানার লাগানো থাকে। কিন্তু পুরভোটের কারণে যেসব এলাকায় ভোট সেসব এলাকায় রাজনৈতিক নেতা নেত্রীর ছবি লাগানো যাবে না এমনটাই নির্দেশিকা দিল কমিশন।




মুখ্যমন্ত্রীর ছবি না লাগানো থাকলে ‘দুয়ারের সরকার’ ক্যাম্প চালাতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যেমনটা ক্যাম্পে পুরভোট চলাকালীন সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক নেতাদের ছবি থাকবে না তেমনি তাঁরা কেউ এই ক্যাম্প পরিদর্শন করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code