পরাজিত অশোক ভট্টাচার্য, গৌতম দেবকে মেয়র হিসেবে ঘোষণা মমতার

Ashok Bhattacharya


শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ভোটে পরাজিত প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। শিলিগুড়িতে তৃণমূলের জয় নিশ্চিত হতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে মেয়র হিসেবে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


রাজ্যের এক সময়ের দাপুটে মেয়র নিজের ওয়ার্ডে হারলেন ৩০০ ভোটে। ভোটে হারের পর অশোক ভট্টাচার্য দলের বিপর্যয় স্বীকার করে বললেন, "আমাদের রাজনৈতিকভাবে মানুষ প্রত্যাখান করেছে। আমাদের যে ভোটটা বিজেপি-র কাছে চলে গিয়েছিল, সেই ভোট আমাদের কাছে না ফিরে তৃণমূলে চলে গিয়েছে।''


তিনি সংবাদ মাধ্যমেও বলেন, আমরা হারলেও হতাশায় ঘরে বসলে চলবে না। আমাদের আরও লড়তে হবে।"

এদিকে গৌতম দেব জানিয়েছেন- "শিলিগুড়ি শহরের প্রতিটি নাগরিকের যে ভরসা, সমর্থন ও ভালোবাসা আমরা পেয়েছি, সেই ভরসার মর্যাদা রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকব। "

এক নজরে শিলিগুড়ির ফল ২০২২

মোট ওয়ার্ড: ৪৭
তৃণমূল জয়ী/এগিয়ে: ১১
বামফ্রন্ট জয়ী/এগিয়ে: ২
বিজেপি জয়ী/এগিয়ে: ৩
কংগ্রেস জয়ী/এগিয়ে: ১
অন্যানরা জয়ী/এগিয়ে: ০