Covid protector mask: মাস্কেই রুখবে করোনা! নয়া উদ্ভাবন ভারতীয় বিজ্ঞানীর
করোনা ভাইরাস ভয়াবহতায় মাস্ক আমাদের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। এবার কিছু ভারতীয় বিজ্ঞানীর প্রচেষ্ঠায় তৈরি হল অ্যান্টিভাইরাল মাস্ক। তামা-ভিত্তিক ন্যানো পার্টিকেল দিয়ে তৈরি এই অ্যান্টিভাইরাল মাস্ক ভাইরাল ও ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়েও সক্ষম। এই মাস্ক বায়োডিগ্রেডেবল, অত্যন্ত শ্বাস-প্রশ্বাসযোগ্য ও চাইলেই এই মাস্ক ধুতে পারবেন আপনি।
মন্ত্রকের কথায়, ভারতীয় বাজারে কোনো অ্যান্টিভাইরাল মাস্ক নেই। ব্যয়বহুল মাস্কেও অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই বড় হাতিয়ার হতে পারে এই জীবাণুনাশক মাস্ক।
ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি অ্যান্ড নিউ মেটেরিয়ালস (ARCI) এর গবেষকরা ন্যানো-মিশন প্রকল্পের অধীনে বেঙ্গালুরু-ভিত্তিক কোম্পানি, সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি (CSIR-CCMB) ও রেসিল কেমিক্যালসের সহযোগিতায় এই ফেস মাস্ক তৈরি করেছেন।
জানা গেছে, এই টাইপের মাস্ক গুলোর অনেক ডিজাইন রয়েছে। সিঙ্গল লেয়ার, ত্রিপল লেয়ার মাস্কও রয়েছে। বাইরের স্তরে ন্যানো পার্টিকেল-সহ কাপড় দেওয়া হয়েছে। সাধারণ মাস্কের থেকে অনেক বেশি কার্যকর। এর মাধ্যমে অ্যান্টিভাইরাল সুরক্ষা পাবেন ব্যক্তি। অন্তত তেমনই দাবি করেছে মন্ত্রক। মূল বিষয় সাধারণ মাস্কের থেকে এই মাস্ক নিজে থেকেই ভাইরাস নষ্ট করে ফেলার ক্ষমতা রাখে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊