Latest News

6/recent/ticker-posts

Ad Code

School Reopen: সরকারি বিধি মেনেই রাজ‍্যে খুলছে বেসরকারি স্কুল

School Reopen: সরকারি বিধি মেনেই রাজ‍্যে খুলছে বেসরকারি স্কুল


School Reopen
STUDENTS ( FILE PICTURE)



করোনা সংক্রমণের গোড়া থেকে সংক্রমণের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে বন্ধ হয়েছিল স্কুল কলেজ। মাঝে আংশিক খোলা হলেও ফের বন্ধ করতেই বাধ‍্য হয় রাজ‍্য। এদিকে এবার রাজ‍্যে স্কুল কলেজ খোলার দাবিতে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল থেকে অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরাও। শুরু হয়েছিল আন্দোলনও। অবশেষে সোমবার রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় ঘোষনা দেন ৩রা ফেব্রুয়ারী থেকে খুলবে স্কুল।




সরকারি বিধি নিষেধ মেনেই রাজ‍্যে এবার খুলতে চলেছে বেসরকারি স্কুল গুলিও। জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে বেসরকারি স্কুলও (Private Schools)। ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল’, জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও।




এর আগে সরকারি স্কুলের সঙ্গে বেসরকারি স্কুলগুলিতেও কোভিড ভ্যাকসিনেশন শুরু হয়। বেসরকারি স্কুলগুলির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, রাজ্য সরকারের অনুমতি পেলেই স্কুল খোলা হবে এবং পঠন-পাঠন শুরু হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code