Latest News

6/recent/ticker-posts

Ad Code

Russia Ukraine Conflict: রাশিয়া -ইউক্রেন যুদ্ধের প্রভাব, দাম বাড়ছে একাধিক জিনিসের!

রাশিয়া -ইউক্রেন যুদ্ধের প্রভাব, দাম বাড়ছে একাধিক জিনিসের!

Impact of Russia Ukraine Crisis on India




ইউক্রেনকে আক্রমণ করেছে রাশিয়া। শুরু হয়েছে যুদ্ধ। ইউরোপের বুকে রাশিয়ার এই হামলা যে শুধু দুই দেশের মানুষের উদ্বেগ বাড়ানোর পাশাপাশি সারা বিশ্বের মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই অর্থনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। ইউক্রেন ও রাশিয়ার এই সংঘাতের ফলে বেড়ে যেতে পারে অপরিশোধিত তেলের দাম। প্রভাব পড়তে পারে ভারতের আম আদমির পকেটেও।




7ইউক্রেনে রুশ হামলার প্রভাবে হলমার্কের সোনার ২২ ক্যারেটের দাম ১০ গ্রামে ৫০ হাজার ৩০০ টাকা, ২৪ ক্যারেটে ১০ গ্রামের দাম ৫২,২৫০ টাকা। গহমার সোনার দামও ৫০ হাজারের কাছাকাছি।




রাশিয়া (Russia) বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের (Crude Oil) উৎপাদক দেশগুলির অন্যতম৷ ব্যারেল পিছু একশো ডলারে পৌঁছে যাবে অপরিশোধিত তেলের দাম।প্রতি ব্যারেলে এখন অপরিশোধিত তেলের দাম হয়েছে ১০৫ ডলার। যা গত ৮ বছরের নিরিখে সর্বোচ্চ দাম।



এর প্রভাব বিশ্বের জিডিপিতে পড়বে। যা ভারতের ডিজিপিকেও প্রভাবিত করবে। এদিকে পাইকারি বাজারে ৯ শতাংশ দ্রব্যের সরাসরি যোগাযোগ রয়েছে তেলজাত পণ্যের।



কৃষ্ণ সাগর অঞ্চল থেকে গমের সরবরাহ ব্যাহত হলে খাদ্য দ্রব্যেরও মূল্যবৃদ্ধি ঘটতে পারে৷ রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারী দেশ৷ ইউক্রেন রয়েছে চার নম্বরে৷ গোটা বিশ্বে যে দেশগুলি গম রপ্তানি করে, তার চার ভাগের এক ভাগই করে রাশিয়া এবং ইউক্রেন৷



বিশ্বে রাশিয়া সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদক দেশ। আর যুদ্ধের ফলে যে তা তাদের ভাঁড়ারের টান যোগাবে তা বলাই বাহুল্য। ফলে বিশ্বে চাহিদার তুলনায় কমবে গ্যাসের যোগান। যা প্রভাব ফেলতে পারে এলপিজি গ্যাসের দামে।


7মোবাইলে অটোমেটিভ এগজস্ট সিস্টেমে ব্যবহার করা হয় প্যালাডিয়াম নামের একটি ধাতু। আর তা উৎপাদন হয় রাশিয়ায়। যুদ্ধের জেরে এই ধাতুর দাম বাড়লে মোবাইলের সেট-এর দাম বাড়ার আশঙ্খা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code